নোয়াখালীতে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার চেষ্টা

নোয়াখালীতে যৌতুকের জন্য এক সন্তানের জননীকে দা দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেছে স্বামী।  রোববার  সকালে নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বক্তার পোল সংলগ্ন খালেক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। হতভাগ্য গৃহবধুর নাম  সাহিদা ইসলাম দিপু ওরফে পারুল (২৩)। 

পরে বাড়ির লোকজন ওই গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনা অভিযুক্ত গৃহবধূর স্বামী নিজাম উদ্দিন (৩৬) পলাতক রয়েছে। সে অশ্বদিয়া ইউনিয়নের খালেক মিয়ার বাড়ির খালেক মিয়ার ছেলে। পেশায় সিএনজি অটোরিকশা চালক।

হাসপাতাল সূূত্রে জানা যায়, তার গলা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অপারেশনের প্রয়োজন আছে এ জন্য আলাদা রক্তের প্রয়োজন।  এ ঘটনায় গৃহবধূর মা রেজিয়া বেগম  সুষ্ঠ বিচার  ও তাকে গ্রেফতার এর দাবী করেন।     

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীন হোসেন জানান, এ ঘটনা সম্পর্কে মৌখিক ভাবে জেনেছেন। অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য লিখুন :