হাতিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, হাতিয়া-

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় ১৬৫ পিস ইয়বাসহ মাকসুদ ( ৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোষ্টগার্ড। শনিবার ভোরে উপজেলার নলচিরা ইউনিয়নের দাসের হাট গ্রামে তার নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটক মাকসুদ নলচিরা ইউনিয়নের পঞ্চায়েত গ্রামের চৌধুরী মিয়ার ছেলে।  

এলাকাবাসী জানায় মাকসুদ দীর্ঘদিন থেকে এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। ইতোমধ্যে বিষয়টি আইন শৃংখলা বাহিনীকে তা অবহিত করা হযেছে। 

এদিকে কোষ্টগার্ড জানায়, শনিবার দুপুরে মাকসুদকে হাতিয়া থানায় সোপার্দ করা হয়েছে এবং এব্যাপারে মাদক আইনে হাতিয়া থানায় কোষ্টগার্ড বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।

কোষ্টগার্ডের হাতিয়া কন্টিজেন্ট কমান্ডার লে: এস এম তাহসিন রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে শুক্রবার গভীর রাতে মাকসুদের বাড়ীতে অভিযান করে কোষ্টগার্ডের একটি টিম। এসময় তাকে আটক করে তার দেওয়া তথ্য মতে তার বাড়ী থেকে ১শত ৬৫ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

মন্তব্য লিখুন :