নোয়াখালী সদরে সপ্তম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগ

বেগমগঞ্জে ধর্ষণে ব্যার্থ হয়ে বিবস্ত্র করে গৃহবধূ নির্যাতনের খবরে সারাদেশে প্রতিবাদ নিন্দা ঘৃণার ঝড়ের মধ্যে নোয়াখালীর সদর  উপজেলা সপ্তম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই ছাত্রী নিজেই বাদী হয়ে একই গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে জসীম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে বুধবার বিকালে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব এওজবালিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীকে একই গ্রামের পাশ্ববর্তী বাড়ির মৃত বাবুল মিয়ার ছেলে জসীম উদ্দিন (২২) প্রেম নিবেদন করে। এতে কিশোরী সম্মত না হওয়ায় জসীম হুমকি ধমকি দিতো এবং তাকে বিয়ে করবে এমন আশ্বাস দিয়ে এক মাস পূর্বে কিশোরীদের বাড়ির পেছনে বাগানে নিয়ে ধর্ষণ করে। বিয়ের প্রলোভন দেখিয়ে এক মাসে চারবার ধর্ষণ করে এবং সর্বশেষ ১৫ সেপ্টেম্বরও তাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে ধর্ষণ করে। এখন জসীম বিয়ে করার আশ্বাস ও ধর্ষণের বিষয়ও অস্বীকার করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

কিশোরীর মা হোসনে আরা বেগম বলেন, তিনি চট্টগ্রাম থাকেন। জসীম সবসময় মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতো, ভয় ভীতি দেখাতো। স্কুল থেকে ফিরে মেয়ে কাউকে কিছু বলতো না। তিনি চট্টগ্রাম থেকে আসার পর রাতে তার মেয়েকে বাইরে নেবার জন্য জসীম আসে। এসময় সব কথা মেয়ে খুলে বলে। ওই ছেলে এখন বিয়ে করবে না বলে জানায়। আমি এলাকাবাসীকে বিষয়টি অবহিত করলে তারা থানায় মামলা করার পরামর্শ দেন। 

সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, মামলা গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য লিখুন :