চাটখিলে চার ওষুধ ব্যবসায়ীর জরিমানা, একজনের জেল

নোয়াখালীর চাটখিল পৌর শহরে অভিযান চালিয়ে চার ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ধ্বংস করা হয় লক্ষাধিক টাকর নকল ওষুধ। একইসাথে নূর আলম নামের একজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওউপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মোসা’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন ওষুধ অধিদপ্তরের সহকারি পরিচালক মাকসুদুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌর এলাকায় কিউর ফার্মাসিটিক্যাল নামের একটি প্রতিষ্ঠান কোন প্রকার লাইসেন্স ছাড়া ওষুধ তৈরি করে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই প্রতিষ্ঠানটিকে ৩০হাজার টাকা জরিমান ও নকল ওষুধ জব্দ করা হয়। পরে চাটখিল বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে সোলেমান ফার্মেসিকে ১০হাজার, বাংলাদেশ ফার্মেসিকে ১৫হাজার, প্রভাতী মেডিকেল হলকে ২০হাজার টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া অবৈধভাবে ওষুধ তৈরি এবং বিক্রির অপরাধে রোমান হারবাল নামের এক প্রতিষ্ঠানের পরিচালক নূর আলমকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ মোসা জানান, জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।