নোয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি বৃত্তি ও সনদ বিতরন অনুষ্ঠান

শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দিচ্ছেন জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এ বি এম জাফর উল্যা।

নোয়াখালীর বেগমঞ্জে প্রতিবছরের ন্যায় এবারও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে বৃত্তি ও সনদ বিতরণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজকর্মী নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল আমিন বাবুর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ৩য় শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১৬০জন শিক্ষার্থীর মাঝে এই বৃত্তি বিতরণ করা হয়।


বেগমগঞ্জ কালচারাল একাডেমি মিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এ বি এম জাফর উল্যা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, ভাইস চেয়ারম্যান নূরহোসেন মাসুদ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আমিনুল হক মুন্না, জেলা পরিষদ সদস্য জিএস মোশারফ, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা আব্দুল আলীম সুজন প্রমুখ।।


বৃত্তি পরীক্ষায় ১৯৪ টি প্রাথমিক বিদ্যালয়ের ১৪০০ শিক্ষার্থী অংশ গ্রহন করে। এদের মধ্য থেকে ৬০ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়।

মন্তব্য লিখুন :