কোম্পানীগঞ্জে ২২’শ পরিবারকে নগদ টাকা ও ইফতার দিলেন সেতুমন্ত্রী

পবিত্র রমজান উপলক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গরীব অসহায়দের জন্য নগদ ৫ লক্ষ টাকা ও ২২’শ পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী দিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অপরদিকে কবিরহাট উপজেলার জন্যও ৫ লাখ টাকা দিয়েছেন।
সোমবার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা খাদ্য সামগ্রী প্রত্যেক ইউনিয়নের হস্তান্তর কালে টাকা পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেন।
এ সময় উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধি ও শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ খাদ্য ও ইফতার সামগ্রী হস্তান্তর করে মেয়র বলেন, আগামী ঈদেও খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, চরপার্বতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ইস্কান্দার মির্জা শামীম, চরকাঁকড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ, চরপার্বতী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভির প্রমূখ।