নাটেশ্বরে এক হাজার পরিবারকে ইফতার সামগ্রী উপহার
রমজানের শুরুতে প্রতি বছরের ন্যায় এবারও নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে একহাজার পরিবারে হাতে ইফতার সামগ্রী উপহার তুলে দেওয়া হয়েছে। বিশিষ্ট শিল্পপতি দেশবরেণ্য ব্যাবসায়ী নেতা বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান নাটেশ্বর ইউনিয়ন ফাউন্ডেশনের সভাপতি জসিম উদ্দিনের ব্যাক্তিগত উদ্যোগে ও নাটেশ্বর ইউনিয়ন ফাউন্ডেশনের সহায়তায় ইউনিয়নের অসহায়, নিম্ম আয়ের কর্মহীন হয়ে পড়া এই পরিবারগুলোর হাতে এই উপহার তুলে দেওয়াহয়।
রোববার সকাল ১১ টার সময় নাটেশ্বর ইউনিয়ন পরিষদের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে ইফতার সামগ্রী বিতরণ করেন নাটেশ্বর ইউনিয়ন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভুঁইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল হক, স্থাণীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন খোকনসহ স্থাণীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
ফাউন্ডেশনের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভুঁইয়া জানান- চাল,আলু মশারির ডাল থেকে শুরু করে সকল প্রকার ইফতার সামগ্রী ও সাবানসহ মোট নয় প্রকারের সামগ্রী দেয়া হয়েছে প্রতিটি প্যাকেটে । ১৫ রমযানের পর আবারোও এসব মানুষের হাতে হাতে ইফতার সামগ্রী তুলে দেয়ার কথা জানিয়ে তিনি আরো বলেন করোনার কারনে বেকার হয়ে পড়ে অসহায় ও নিম্ম আয়ের মানুষগুলোর পাশে সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে আসলে রমযান মাসে কেউ ভাত অথবা ইফতার না খেয়ে থাকবে না।