ফেনীতে ৬৯ কেজি গাঁজা ও ট্রাকসহ তিন মাদক ব্যাবসায়ী আটক

মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায়  র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি দল অভিযান চালিয়ে ৬৯ কেজি গাঁজা, একটি ট্রাকসহ তিনজনকে আটক করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লক্ষ ৯০ হাজার টাকা এবং জব্দকৃত ট্রাকের আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা বলে জানিয়েছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা হচ্ছেণ- ওবায়দুর রহমান (৩২), মোঃ জসিম (২৪) ও বাবু (২০) তাদের সবার বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলায়।


র‌্যাব-৭ এর প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ১৯ জুন কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন পদুয়া বাজার বিশ্বরোড সংলগ্ন নূর জাহান হোটেলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করা হয়। এ সময় চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি ট্রাক এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দিলে মাদক ব্যবসায়ীরা চেকপোষ্ট এর সামনে ট্রাকটি থামিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।  এসময় তিনজনকে আটক করা হয়।


পরবর্তীতে উপস্থিত জনতার সামনে আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে ট্রাকের ভিতরে ড্রাইভার ও চালকের সহোযোগীদের সিটের নিচে এবং তাদের আসনের পিছন থেকে লুকানো অবস্থায় ৬৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ট্রাকটি (ঢাকা-মেট্রো-ট-১৪-৪০৯৩) জব্দ করা হয়।


জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানানতারা দীর্ঘদিন যাবত বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে।

মন্তব্য লিখুন :