ছাগলনাইয়ায় মাদক সন্ত্রাস ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান সমাবেশ

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের রেজুমিয়ায় বেতুমিয়া সাহেব বাড়িতে শনিবার দুপুরে মাদক সন্ত্রাস ও বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজকর্মী জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
বিশেষ অতিথি ছিলেন, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ফেনী প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান দারা, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আব্দুল হাই ভূঁঞা ও বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম ভূঁঞা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আফছার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শিমুল চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব ইলিয়াছ হোসেন সোহাগ, রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবদুর রউপ ভূঁঞা ।
জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জমির উদ্দিন পাটোয়ারী বাবু, পাঠাগার বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন তারেক, ইউপি সদস্য মো. কামরুজ্জামান কামরুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন অভি। এতে অংশ নেন হরিপুর গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরি সোহেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানুষের জীবন-মান উন্নয়নে নিরলস কাজ করছেন। তিনি মাদক, সন্ত্রাস ও বাল্য বিবাহ রোধে এলাকার সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি রেজুমিয়া পুলের পশ্চিম পাশ থেকে রেজুমিয়া সাহেব বাড়ি পর্যন্ত সড়কটি দুই মাসের মধ্যে সংস্কার করা হবে বলে এলাকাবাসীকে আশ^াস দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, পাঠাননগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন টিটু ও সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাদ্দাম।