লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন এক ব্যবসায়ীর

ঈদের দিন ঢাকা থেকে আসা লক্ষ্মীপুরের বিরাহিমপুর গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ব্যবসায়ী জহুর আহম্মদ। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন আব্দুল গফফার। তিনি জানান, করোনা পরীক্ষার জন্য মৃত ব্যক্তিসহ দুই জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই বাড়ি লকডাউন করা হয়েছে।
জানা গেছে, জহুর আহম্মদ সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের দেওয়ান বাড়ির হোসেন ডাক্তার এর ছেলে ও ব্যবসায়ী ছিলেন। তার বয়স হয়েছিল ৪৩ বছর। স্থানীয়রা জানান, জহর আহম্মেদ ঢাকা থেকে ঈদের দিন জ্বর, সর্দি, কাশি নিয়ে বাড়ি আসেন এবং ঈদের দিন বিকেলে মারা যান তিনি
লক্ষ্মীপুর পোদ্দার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রেরের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, ঈদের দিন রাতেই অত্যন্ত সতর্কতার সাথে দাফন করা হয়।