লক্ষ্মীপুরে এসআই ও ব্যাংক কর্মকর্তাসহ আরো ১৩ জনের করোনা শনাক্ত

লকডাউন শিথিল করার পর থেকে লক্ষ্মীপুরে কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমের সংখ্যা প্রায় প্রতিদিন বাড়ছে। এর মধ্যে শনিবার গত ২৪ ঘন্টায় রামগঞ্জ থানার একজন এসআই, কমলনগর উপজেলার সোনালী ব্যাংকের একজন ক্যাশ অফিসারসহ আরো ১৩জনের শরীরে নতুন করে কোভিড-১৯ করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এদের মধ্যে রামগঞ্জে নতুন ৭জনসহ মোট ৪৮, সদরে নতুন ১জনসহ মোট ১২১, রায়পুরে নতুন ২জনসহ মোট ৪৪, কমলনগর নতুন ১জনসহ মোট ২১ এবং রামগতি উপজেলায় নতুন ২জনসহ মোট ২১জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকা থেকে করোনা পজেটিভ নিয়ে রামগতিতে একজন এসেছেন।
এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন, মোট ২৬৭জন। মোট মারা গেছে ৫জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৫জন। সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে লকডাউন শিথিল করার ফলে যানবাহনে কেউ কেউ স্বাস্থ্য বিধি মানলেও অনেকে স্বাস্থ্যবিধি এবং শারীরিক দূরত্ব মানছেননা। এতে আরো ব্যাপক কোভিড-১৯ ছড়িয়ে পড়ার আশংকা করছেন জেলাবাসী।