লক্ষ্মীপুরে ব্যাংক কর্মচারীসহ আরো ৫ জনের করোনা শনাক্ত

লকডাউন শিথিল করার পর থেকে লক্ষ্মীপুরে কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমের সংখ্যা প্রায় প্রতিদিনই বাড়ছে। এর মধ্যে রোববার পর্যন্ত গত ২৪ ঘন্টায় কমলনগরে ৪ এবং রায়পুরে  সোনালী ব্যাংকের একজন কর্মচারীসহ ৫ জনের শরীরে নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে কমলনগরে দু’জনকে জরুরীভাবে আইসোলেশনে স্থানান্তর করা হয়েছে। 

সিভিল সার্জন আব্দুল গফফার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ নিয়ে জেলায়  কোভিড-১৯ শনাক্ত ২৭২ জন হয়েছে। এছাড়া এ পর্যন্ত জেলায় মারা  গেছে ৫ জন। আইসোলেশনে মোট ভর্তি হয়েছেন ৮১জন। এ পর্যন্ত সুস্থ্য হয়ে এ পর্যন্ত বাড়ী ফিরেছেন ৬৪ জন। 

অপরদিকে লকডাউন শিথিল করার ফলে কেউ কেউ মানলেও নৌপথে এবং যানবাহনে  অনেকেই স্বাস্থ্যবিধি এবং শারীরিক দূরত্ব মানছেননা। এতে কোভিড-১৯ সংক্রমনের সংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে। এ ব্যাপারে সরকারকে আরো কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে জেলাবাসী মনে করছেন ।

মন্তব্য লিখুন :