লক্ষ্মীপুরে পৌর মেয়র আবু তাহের করোনা আক্রান্ত

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা মো. আবু তাহের কোভিড ১৯ আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর মেঝো ছেলে সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু ফেসবুকে এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে শনিবার গত ২৪ ঘন্টায় লক্ষ্মীপুরে ৪৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে আরো ১৩জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়েছে সদর ৯জন এবং মোট আক্রান্ত হয়েছেন ৬৬৩জন, রায়পুর উপজেলায় ৪জন এবং মোট আক্রান্ত হয়েছেন ১০৯। এ নিয়ে জেলায় করোনা মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ১৮৫জন। আক্রান্তদের মধ্যে রয়েছেন, জনপ্রতিনিধি, চিকিৎসক,স্বাস্থ্য কর্মী,পুলিশ,আন্সার, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারী/প্রকৌশলী ও ব্যাংকার।
এদিন সুস্থ্য হয়েছেন তবে এদের মধ্যে এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৮৮৫জন। আক্রান্তদের সদর উপজেলা সবচেয়ে বেশী। সদরে আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত ৬৬৩জন। দু’জন ইউপি চেয়ারম্যানসহ জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২৭জন।
তবে করোনা ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬৯জন। তথ্যটি নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার।