রামগতিতে মেঘনা’র ভাঙন রোধের দাবীতে মানববন্ধন

লক্ষ্মীপুরে মেঘনা নদীর অব্যাহত ভাঙ্গন রোধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করা করা হয়েছে। সোমবার সকালে রামগতি উপজেলা পরিষদের সামনে আলেকজান্ডার ইউনিয়ন রক্ষা মঞ্চ এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, মঞ্চের আহবায়ক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম সুমন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান রিপন, জনতা বাজার কমিটির সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, নদীর তীব্র ভাঙনে কমলনগর ও রামগতি উপজেলার হাজারো পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। ইতিমধ্যে স্থানীয় বাংলা বাজার ও মুন্সির হাট নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখন হুমকির মুখে রয়েছে আলেকজান্ডার ও জনতা বাজারসহ বহু স্থাপনা। ভাঙ্গন রোধে সরকারের দ্রুত বরাদ্ধসহ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোমিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

মন্তব্য লিখুন :