লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত হয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আ'লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল মারা গেছেন । রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায় গত কয়েকদিন থেকেই তিনি জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন। পরে গত ১৪ আগস্ট পরীক্ষা করলে তার করোনা পজেটিভ আসে। অবশেষে রোববার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক গণ চন্দ্র পাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।