লক্ষ্মীপুরে পাউবো’র জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

লক্ষ্মীপুরে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। সদর উপজেলার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে  এই দখলের ঘটনায় সৌদি প্রবাসী প্রভাবশালী ইউসুফের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় তহসিলদার ও ইউপি সদস্যসহ অবৈধ দখলদারের বিরুদ্ধে সদর ভুমি অফিসসহ চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।

এদিকে ইউছুফ জানান,তার ব্যাক্তি মালিকানাধীন সদর উপজেলার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর এলাকায় জমির সামনের অংশ পান্নি উন্নয়ন বোর্ডের সম্পত্তিতে রয়েছে। ওই তিনি পানি উন্নয়ন বোর্ডের নিকট লীজের জন্য চাওয়া হয় করেকবার । দীর্ঘদিন তিনি সমস্যায় থেকে বাধ্য হয়েই জমির উপর একতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করেন। তবে জমিটি যেহেতু পানি উন্নয়ন বোর্ড ব্যবহার করেনা এমনকি পূর্বে তাদেরই জমি থাকায় ভবন নির্মাণ অন্যায় নয় বলে দাবী করেন তিনি। 

স্থানীয়রা জানান, বর্তমান সরকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য অভিযান চালাচ্ছেন। সে খানে নতুন করে আরো দখল হচ্ছে কী ভাবে।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার নাজমুল মিঠু জানান, অবৈধদখল করে পাকাঘর নির্মাণ করায় নোটিশ করা হয়েছে।স্থাপনা উচ্ছেদের জন্য পুনরায় নোটিশ করাসহ তা না শুনলে চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।


মন্তব্য লিখুন :