লক্ষ্মীপুরে মা ও শিশুকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুরের বশিকপুরে ৪০ বছরের মা মরিয়ম বেগম এর দু’হাত কেটে সঙ্গে তার ৭ বছরের শিশু সন্তান রাজিয়া সুলতানাকেও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৮ দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর দেওয়ান বাড়ীতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা মুমূর্ষু আবস্থায় আহত মা ও মেয়েকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় প্রেরণ করেন। মরিয়ম বেগম ওই এলাকার নবী উল্যাহ্র স্ত্রী।
স্থানীয়রা জানান, একদল দুর্বৃত্ত দরজাভেঙ্গে দেওয়ান বাড়ীর মরিয়মের ঘরে প্রবেশ করে। এসময় তাদের বাধা দেওয়া হলে তাদের সঙ্গে থাকা দা, ছেনী দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকলে মরিয়মের দুহাতে দুর্বৃত্তদের কোপ লাগে। এসময় মায়ের রক্তাক্ত দেখে ৭ বছরের মেয়ে চিৎকার দিয়ে উঠলে তারা ওই শিশুটিকেও কুপিয়ে জখম করে। পরে তাদের চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পুলিশ জানান, রাতেই এ ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সুপার ড.কামরুজ্জামানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকা থেকে জাহেদ ও সোহেলসহ দুই জনকে থানায় আনা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে জাহিদ তার প্রতিবেশি প্রবাসীর স্ত্রী-সন্তানকে কুপিয়ে জখম করেছে। পুলিশ তাকে আটক করতে অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।
অতিরিক্ত পুলিশ মো.মিমছানুর রহমান জানান, হামলাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। ঘটনার পিছনে কি ছিলো তা এ মুহুর্তে আহতদের সাথে কথা বলতে না পারায় বিষয়টি পরিস্কার করতে পারছেন না তিনি। তবে দুর্বৃত্তায়নে মা ও মেয়ে আহত হয়েছে বিষয়টি তিনিও নিশ্চিত করেছেন।