রায়পুরে আওয়ামী লীগের প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়ন

লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। এখবর ছড়িয়ে পড়লে শনিবার সন্ধায় জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়ে লক্ষ্মীপুর পৌর শহরে একটি আন্দোন্দ মিছিল অনুষ্ঠিত হয়। 

এ তথ্য নিশ্চিত করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না। তিনি জানান, শনিবার (১৩ মার্চ) আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদান্তে এ তথ্য জানানো হয়। রোববার দলের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা চিঠিতে বিষয়টি নিশ্চিত করার কথা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। 

এছাড়া মনোনয়ন পাওয়ায় বিষয়ে অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন জানান,লক্ষ্মীপুর সদরের আংশিক রায়পুর তথা লক্ষ্মীপুর-২  আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় তিনি আল্লাহর নিকট শুকরিয়া সেই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মনোনয়ন  বোর্ডের সদস্যবৃন্দের প্রতি।

তিনি আরো জানান,লক্ষ্মীপুর-২ আসনের সাধারণ মানুষ তাকে সংসদ সদস্য পদে নির্বাচিত করলে কৃতজ্ঞতা হিসেবে  তিনি আধুনিক রায়পুর গড়ার সুযোগ করে দেবে।

তফসিল অনুযায়ী জানাগেছে,লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের  শেষ সময় আগামী ১৮ মার্চ, মনোনয়নপত্র বাছাই ১৯মার্চ , প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ এবং ভোট গ্রহণ ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ জন্য কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানাগেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার (৯ টি ইউনিয়ন)সহ ,রায়পুর উপজেলা, একটি পৌরসভা ও ১০ টি ইউনিয়নসহ মোট ১৯  নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটার সংখ্যা রয়েছে-৩৮৫৩৭৬,জন। পুরুষ ভোটার-১৯৪৯০৮জন এবং নারী ভোটার ১৯০৪৬৮ জন। ২০১৪ সালে মহাজোটের শরিক হিসেবে জাতীয় পার্টিকে সমর্থন দেয় আওয়ামী লীগ,ফলে জাতীয় পার্টিও প্রার্থী মো নোমান লক্ষ্মীপুর-২ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে যায়। তারই ধারাবাহিকতায় ২০১৮ সালে মহাজোটের শরিক হিসেবে জাতীয় পাটিকে সমর্থন দেয় আওয়ামী লীগ। কিন্তু জোটগত মনোনয়ন পেয়েও অজ্ঞাত কারণে সরে দাঁড়ান জাতীয় পার্টি ও পার্টির প্রার্থী মো নোমান । যার ফলে স্বতন্ত্র প্রার্থী কাজী শহিদ ইসলাম পাপুল নির্বাচিত হন। ২৮ জানুয়ারি কুয়েতের ফৌজদারি আদালত পাপুলকে ঘুষ  কেলেংকারিতে সাজা হওয়ায় (৩ রা-মার্চ তারিখে) উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী লক্ষ্মীপুর-২ (রায়পুর) সংসদীয় আসনে ১১ এপ্রিল উপ-নির্বাচন ভোট অনুষ্ঠিত হবে।


মন্তব্য লিখুন :