নোয়াখালীতে ‘স্বাধীনতার সুর্বণজয়ন্তী স্তম্ভ’র উদ্বোধন

স্বাধীনতার সুর্বণজয়ন্তী ও মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে নোয়াখালীতে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্তম্ভ’র  উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী জেলা প্রশাসনের  উদ্যোগে নির্মিত মাইজদী পৌর পার্কে এ স্তম্ভের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। এসময় পুলিশ সুপার শহিদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান একাত্তরকে জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্তম্ভ একটি ত্রিমুখী স্তম্ভ। যার একদিকে থাকছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী লোগো, একদিকে থাকছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিুবর রহমানের জন্মশতবার্ষিকী এর লোগো এবং বাকী এক দিকে থাকছে নোয়াখালী জেলার ব্রান্ডিং লোগো নিঝুম দ্বীপের দেশ নোয়াখালী। স্তম্ভটি তে গৌরব গাঁথা মহান মুক্তিযুদ্ধ ও  রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রতিচ্ছবি হয়ে সমুজ্জ্বল রয়েছে ।স্বাধীনতার ৫০ বছরের  যে স্মৃতি রয়েছে তা এ স্তম্ভের মাধ্যমে নোয়াখালীবাসীর হৃদয়ে অম্লান থাকাসহ নতুন প্রজন্ম যুদ্ধকালীণ সময়ে মাস ভিত্তিক নয় মাসে যে উল্লেখযোগ্য ঘটনাগুলো রয়েছে তা জানতে পারবে।


মন্তব্য লিখুন :