রেলওয়ের সেবার মান বৃদ্ধির দাবিতে নোয়াখালীতে অবস্থান কর্মসূচি

বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা ও অনিয়ম বন্ধের দাবিতে মহিউদ্দিন রনির উথাপিত ৬ দফা দাবির বাস্তবায়ন ও নোয়াখালী-ঢাকা রুটে রেলওয়ের সেবার মান বৃদ্ধিসহ আরও ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় নোয়াখালীর চৌমুহনী রেলওয়ে স্টেশনে সচেতন নোয়াখালীবাসী’র ব্যানারে আয়োজিত কর্মসূচীতে স্বেচ্ছাসেবী, শিক্ষাবিদ-শিক্ষার্থী, নাগরিক অধিকারকর্মী, গণমাধ্যমকর্মী, রাজনৈতিকর্মী, ব্যাবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন স্বতস্ফুর্তভাবে। 

দুই ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী চলাকালে সংহতি সমাবেশ অনুষ্ঠিতা হয়। এসময় বক্তরা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে গত এক সপ্তাহ ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তার সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য তারাও অবস্থান কর্মসূচি শুরু করেছেন। রেলওয়েকে দুর্ণীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার রাহুগ্রাস মুক্ত করে ন্যূনতম যাত্রীসেবা নিশ্চিত করতে যাত্রীদের সোচ্চার হওয়ার আহবান জানান বক্তরা।

এসময় নোয়াখালী-ঢাকা রুটে রেলওয়ের সেবার মান বৃদ্ধির দাবি জানানো হয়। নোয়াখালী রেলপথের দাবি সমূহের মধ্যে ছিলো প্রস্তাবিত ও প্রতিশ্রুত আন্তঃনগর ট্রেণ নিঝুম এক্সপ্রেস অনতিবিলম্বে চালু, মেইল ট্রেন নোয়াখালী এক্সপ্রেসের কোচ সংখ্যা ও সেবার মান বৃদ্ধি, আন্তঃনগর উপকূল এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছাড়া ও গন্তব্যে পৌঁছানো তদারকি, উপকূল এক্সপ্রেসকে চৌমুহনী স্টেশনে ৫-৭ মিনিট যাত্রা বিরতি প্রদান, শিল্পনগরী চট্টগ্রাম ও কক্সবাজারের সাথে নোয়াখালী রেলপথকে যুক্ত করা।

বক্তরা বলেন- আন্তঃনগর উপকূল এক্সপ্রেস নোয়াখালীতে প্রতিদিন রাত ৯টায় পৌঁছানোর কথা থাকলেও সেই ট্রেণ প্রায়শই রাত ১১টা থেকে মধ্যরাতে পৌঁছায়। এতে করে দূরের যাত্রীদের দূর্ভোগ ও নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। দিনের পর দিন এই অবস্থা চললেও যেনো দেখার কেউ নেই।

অবস্থান কর্মসূচি ও সমাবেশে আয়োজক সংগঠনের সমন্বয়ক মুনীম ফয়সলের সঞ্চালনায় অবস্থান কর্মসূচী ও সংহতি সমাবেশে বক্তব্য রাখেন ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মোঃ হারুন, লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফি উদ্দিন, নাগরিক অধিকার আন্দোলন নোয়াখালী’র সদস্য সচিব জামাল হোসেন বিষাদ, চৌমুহনী প্রেস ক্লাবের সভাপতি আশরাফ ছিদ্দিকী বাবু, সদস্য সচিব ফখরুল ইসলাম অর্ণব, নারী উদ্যোক্তা শাহেলা পৃথ্বী, নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের চেয়ারম্যান সাইফুর রহমান রাসেল, রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালীর এডমিন কাদের রাসেল, এসএইচবিও এর সভাপতি ফাহিদা সুলতানা, আলোকিত মানবিক অর্গানাইজেশনের সভাপতি পারভেজ মোল্লা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আব্দুর রহিম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল কবির ফারহান, আলোকিত মিরওয়ারিশপুরের সভাপতি জুয়েল আনোয়ার নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী মাহমুদ তুহিন, ফেরারী নেটওয়ার্কের সভাপতি আকলিমা খানম, নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সের সভাপতি সাইদুর রহমান রায়হান, নোয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি আব্দুল হামিদ রনি, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের সহ-সভাপতি রাসেল প্রমুখ।

কর্মসূচীতে নাগরিক অধিকার আন্দোলন-নোয়াখালী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী, নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স,সার্ভিস ফর হিউম্যান বিয়িং অর্গানাইজেশন, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন, পারি ফাউন্ডেশন, ফেরারী নেটওয়ার্ক, আলোকিত মানবিক অর্গানাইজেশন, চৌমুহনী প্রেসক্লাব, তাকওয়া ফাউন্ডেশন, আমরা গোলাপ, সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনসহ ১৫টি সংগঠন অংশগ্রহণ করেন।


মন্তব্য লিখুন :