প্রাণচাঞ্চল্য ফিরছে নিউইয়র্কে

ছুটির দিনে নিউয়র্কের পার্কগুলো এখন এভাবেই লোকে লোকারণ্য হয়ে পড়ে। একটু সবুজের মাঝে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পরিবার পরিজন নিয়ে ছুটেন মানুষজন। ছবি-রুদ্র মাসুদ।

ছুটির দিনে নিউয়র্কের পার্কগুলো এখন এভাবেই লোকে লোকারণ্য হয়ে পড়ে। একটু সবুজের মাঝে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পরিবার পরিজন নিয়ে ছুটেন মানুষজন। ছবি-রুদ্র মাসুদ।

করোনাকালীন বন্দিদশা থেকে প্রাণ ফিরে পেতে নগরবাসী ছুটির দিনে ছুটছে বেড়ানোর স্থানগুলোতে। পিকনিকসহ নানা আয়োজনে আনন্দ ভাগাভাগি করে নেয় মানুষ। সেন্ট্রাল পার্কের গ্রেটলন থেকে ছবিটি তোলা হয়। ছবি-রুদ্র মাসুদ।

করোনাকালীন বন্দিদশা থেকে প্রাণ ফিরে পেতে নগরবাসী ছুটির দিনে ছুটছে বেড়ানোর স্থানগুলোতে। পিকনিকসহ নানা আয়োজনে আনন্দ ভাগাভাগি করে নেয় মানুষ। সেন্ট্রাল পার্কের গ্রেটলন থেকে ছবিটি তোলা হয়। ছবি-রুদ্র মাসুদ।

ছুটির দিনে বেড়ানোর স্থানগুলোতে এখন মানুষদের পদচারণায় মুখর । ছবিটি সেন্ট্রাল পার্ক থেকে তুলেছেন রুদ্র মাসুদ।

ছুটির দিনে নিউয়র্কের পার্কগুলো এখন এভাবেই লোকে লোকারণ্য হয়ে পড়ে। বেড়াতে আসা মানুষদের বিনোদন যোগাতে বিরামহীনভাবে সংগীত পরিবেশন করে মিউজিক্যাল পার্টিগুলো। ছবি-রুদ্র মাসুদ।

ম্যানহাটনের দ্যা মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের সামনে দর্শণার্থীদের অপেক্ষা। ছবি-রুদ্র মাসুদ।