হাতিয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা ছাত্রলীগের উদ্যেগে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে উপজেলা পরিষদ হল রুমে কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্ভোধন করা হয়। এর পরেই একটি বর্ণাঢ়্য র্যালি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনার সামনে এসে শেষ হয়।
উপজেলা ছাত্রলীগেরে সভাপতি নাজরুল ইসলাম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর মেয়র একে এম ইউছুপ আলী, উপজেলা আ‘লীগের সহ-সভাপতি এডভোকেট কেফায়েত উল্ল্যাহ, উপজেলা যুবলীগের আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন, বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ ফরিদ,ছাত্রলীগ নেতা সাজেদ উদ্দিন,জহির উদ্দিন স্বপন,শাকিল শামীম,দিনাজ উদ্দিন প্রমুখ।