সেনবাগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন
নেতাকর্মীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী তুলে দিলেন ড. জামাল

নোয়াখালীর সেনবাগে রাত ১২.০১ মিনিটে কেক কাটা আলোচনা সভার মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করা হয়েছে। বিশিষ্ট অর্থনীতিবিদ বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারন সম্পাদক ও জনতা ব্যাংকের চেয়ারম্যান ড.জামাল উদ্দিন এফসিএ'র উদ্যোগে তাঁর গ্রামের বাড়ি সেনবাগে দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে এ কেক কাটা ও আলোচনা সভা হয়।
এসময় তিনি দলীয় নেতা-কর্মীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটি তুলে দেন।
পরে স্থানীয় আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন সেনবাগ পৌরসভার সাবেক মেয়র নুরুজ্জামান চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান স্বপন, কাবিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক লিটন ভুইয়া, নবীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজাহানসহ আরো অনেকে। আলোচনা সভা সকলে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ কাজ করার অঙ্গিকার করেন।
এসময় নোয়াখালী-ফেনী ও লক্ষীপুর জেলার জনতা ব্যাংকের উধ্বর্তন কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপকরাও উপস্থিত ছিলেন।