সেনবাগে রিকসা চালকদের মাঝে আওয়ামীলী নেতা রতনের খাদ্য সামগ্রী বিতরণ

নোয়াখালী সেনবাগ পৌরসভার ১৮ শতাধিক হতদরিদ্র রিকসা চালকদের মাঝে খাদ্য সামগ্রী চাউল বিতরণ করেছেন সেনবাগ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক ও বর্তমান উপজেলা আওয়ামীলীগ নেতা আলী আক্তাস রতন। তিনি সোমবার সকাল থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডের হতদরিদ্র রিকসা চালকদের মাঝে ৫ কেজী করে চাউল বিতরণ করেন।

এরআগে তিনি পৌরসভা ৯টি ওয়ার্ডে আরো ৯ শতাধিক অসহায়,গরিব ও দুস্থ্যদের মধ্যে নিজ অর্থায়ানে চাউল,ডাল,তেল ও আলু বিতরণ করেছেন।

আলী আক্কাস রতন জানায়, যতদিন করোনার প্রাদুর্ভাব থাকবে চেষ্টা করবেন অসহায় ও হতদরিদ্র লোকজনের মাঝে থেকে তাদের সহযোগীতায় নিজেকে উজাড় করে দিতে। এসময় উপিস্থিত ছিলেন-সেনবাগ উপজেলা ছাত্রলীগ সেক্রেটারী মাজেদুল হক তানভির,কলেজ ছাত্রলীগ নেতা আবু শোয়ায়েব, রায়হান চৌধুরী।

মন্তব্য লিখুন :