নোয়াখালীতে বিভিন্ন দাবীতে বাসদের (মাকর্সবাদী) প্রতিকি মানববন্ধন
নোয়াখালীতে নিন্ম আয়ের মানুষের ঘরে বিনা মূল্যে তিন মাসের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া; বাসা-দোকান ভাড়া ও বিদ্যুৎ-গ্যাস বিল মওকুফসহ বিভিন্ন দাবীতে প্রতিকি মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে আধা ঘন্টাব্যাপী মাইজদী টাউন হল মোড়ে বাসদ (মাকর্সবাদী) এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
দলের জেলা আহ্বায়ক দলিলুর রহমান দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য কাজী জহির উদ্দিন, আইনজীবী শ্যামল কান্তি দে, বাংলাদেশ শ্রমিক-কর্মচারি ফেডারেশনের জেলা সংগঠক ফখরুল ইসলাম, ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল হক ফয়সালসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, করোনা মোকাবেলায় সকলকে ঘরে থাকতে বলেও সরকার তেমন দায়িত্ব পালন করেনি। উল্টো মানুষকে ঘর থেকে বের করে দিয়ে করোনা ঝুঁকিতে ফেলেছে। এমন অবস্থায় মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া, বাসা-দোকান ভাড়া, বিদ্যুৎ-গ্যাস বিল মওকুফ করার দাবী জানান তারা। এছাড়া বর্তমান বোরো মৌসুমে ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র স্থাপন করে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়, জেলা-উপজেলায় করোনা পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানানো হয়।