সেনবাগে বিএনপির ত্রাণ বিতরণ পরবর্তী সাংবাদিক সম্মেলন

নোয়াখালীর সেনবাগে ত্রাণ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের শেষ পর্যায়ে সাংবাদিক সম্মেলন করেছে বিএনপি। উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং সোনাইমুড়ি উপজেলার ৩টি ইউনিয়নে করোনার কারণে কর্মহীন হয়ে মসজিদের ইমাম, মোয়াজ্জিন সহ অসহায় ১৮ হাজার লোকজনের মাঝে বিএনপির  জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ কাজী মোঃ মফিজুর রহমানের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার বিকেলে সেনবাগ পৌর শহরস্থ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে বিএনপি নেতা ভিপি মফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব মোক্তার হোসেন ইকবাল। এসময় সাংবাদিক সম্মেলনে জানানো হয় সেনবাগ উাপজেলা ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় ১২ শত ৮৮২জন কে ত্রাণ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এবং সোনাইমুগি উপজেলার ৩টি ইাউনিয়নে ৫হাজার ১ শত ১৮জনকে দেওয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ কাজী মোঃ মফিজুর রহমানের পক্ষ থেকে যারা মধ্যবিত্ত ও নিম্ম মধ্যবিত্ত রয়েছেন যারা করো নিকট সাহায্য চাইতে পারছেনা তাদেরকে বাঁছাই করে বাড়ি বাড়ি খাদ্য সহয়তা দেওয়া হবে। একই সঙ্গে জানানো হয় সাংবাদিকসহ অন্যদের নগদ টাকা প্রনোদনা দেওয়া হবে। 

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, পৌর বিএনপির সদস্য সচিব কামাাল উদ্দিন বাবুল, ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির  সাবেক সভাপতি  খন্দকার গোলাম হোসেন, নবীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল হক, অজুনতলা  ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারী মির্জা সোলেমান, বীজবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের কোম্পনাী, সাবেক ছাত্রনেতা আবুল খায়ের, আবু সায়েদ সাহেদুল করিম মারুফ, ফখরুল ইসলাম  রুবেল, রবিউল হাসান তুহিন, নারী নেত্রী মনোয়ারা বেগম মনি প্রমূখ।

মন্তব্য লিখুন :