যুবলীগ নেতার অফিসে গুলির ঘটনায় বিক্ষোভ, মানববন্ধন

নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নাজমুল আলম মঞ্জুর অফিসে সন্ত্রাসীদের গুলিবর্ষণের প্রতিবাদে মানবন্ধন করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। রোববার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে মানবন্ধন অনুষ্ঠিত হয়। এসময় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জানা যায়, শনিবার রাতে যুবলীগ নেতা মঞ্জুর ব্যাবসায়িক অফিস লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এসময় মঞ্জু অফিসে না থাকায় প্রাণে বেঁচে যান। এঘটনার প্রতিবাদে রোবার দুপুরের দিকে শহর আওয়ামী লীগের সহ-সভাপতি উজ্জল, শহর যুবলীগের যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আলো, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন সুমন, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রুবাইয়াত রহমান আরাফাত প্রমুখ নেতৃবৃন্দের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী মানববন্ধন করে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে।