সোনাইমুড়ীতে আনান সমাজ কল্যাণ সংঘ প্রবাসী ইউনিটের ঈদ উপহার সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল  ফিতর উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেউটি ইউনিয়নে আনান (আন্দিরপাড়, নান্দিয়া পাড়া ও নবগ্রাম) সমাজ কল্যাণ সংঘের প্রবাসী ইউনিটের উদ্যোগে ৩৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় এলাকার ১৩ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে নগদ অর্থ প্রদান করা হয়।

শুক্রবার করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া আন্দিরপাড়, নান্দিয়া পাড়া ও নবগ্রামের অসহায় এসব পরিবারের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন- আনান সমাজ কল্যাণ সংঘ’র উপদেষ্ঠা ও নান্দিয়াপাড়া হাই স্কুল এবং নান্দিয়াপাড়া আশরাফুল উলুম সিনিয়র মাদ্রাসার সভাপতি কবির হোসেন, ৯নং ওয়ার্ড এর মেম্বার শাহ আলম , ডাক্তার জাকির হোসেন, মাহবুব আলম ডন, মাসুদ আলম, ফয়েজ আহমেদ ও আব্দুস সালাম খোকন প্রমুখ।

উপহার সামগ্রী বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় কবির হোসেন বলেন, প্রবাসীরা মহামারী করোনা পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ থেকেও সবাই একত্রিত হয়ে নিজ এলাকার অসহায় পরিবারের কথা চিন্তা এই মহতি উদ্যোগে সামিল হয়েছেন।  মহান আল্লাহ যেনো সবাইকে হেফাজত করেন। তিনি সবার কাছে প্রবাসীদের জন্য দোয়া কামনা করেন। এসময় রুস্তুম আলীর বড় ছেলে ইতালি প্রবাসীর মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।

আন্দিরপাড়, নান্দিয়াপাড়া ও নবগ্রাম এই ৩ গ্রামের আদ্যাক্ষর নিয়ে গঠিত আনান সমাজ কল্যাণ সংঘের প্রবাসী ইউনিটের উদ্যোগে নান্দিয়াপাড়া বাজারের রহমান এন্টারপ্রাইজ, ইমন স্টোর, শেখ জেনারেল স্টোর ও আমিন এন্ড সন্স  থেকে প্রবাসীদের অর্থায়নে টোকের মাধ্যমে খাবার বিতরণ করা হয়। উপহার হিসাবে প্রতি পরিবারকে ৫০ কেজির ১ বস্তা চাল, ২ লিটার তৈল, আটা ২কেজি , চিনি ১কেজি, চনাবুট ২কেজি, আলু ৫ কেজি, মশারি ডাল ১ কেজি, দুধ ১টা, সেমাই ৩ প্যাকেটসহ ১১ টি দ্রব্য প্রদান করা হয়। এছাড়া ১৩ টি মসজিদে ১ জন ইমামকে ৫ হাজার টাকা ও ১ জন মোয়াজ্জেমকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়। 

ঈদ উপহার সামগ্রী বিতরণের আয়োজনে ছিলেন লন্ডন প্রবাসী টিপু সুলতান, আমেরিকা প্রবাসী মোহাম্মদ হোসেন, আমেরিকা প্রবাসী আহসান উল্লাহ মামুন, ইতালি প্রবাসী শাকিল রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আলম, মালেশিয়া প্রবাসী আব্দুল বাতেন ও বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান মিন্টু।

আনান সমাজ কল্যাণ সংঘের প্রবাসী ইউনিটের উপদেষ্টা হিসাবে আছেন আমেরিকা প্রবাসী খোরশেদ আলম, আব্দুস সালাম লাতু, কানাডা প্রবাসী নুরু মিয়া, আমেরিকা প্রবাসী মজিবুল হক, আব্দুল আউয়াল নাসিম, মুকবুল আলম বাচ্চু, হারুনুর রশিদ ,লন্ডন প্রবাসী জসিম ইকবাল এবং আমেরিকা প্রবাসী রুহুল আমিন।

আগামী সপ্তাহে বাগপাঁচরা ও ডুমুরিয়া গ্রামে ঈদ সামগ্রী বিতরণ করার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। আনান সমাজ কল্যাণ সংঘ (প্রবাসী ইউনিট) আগামীতে নান্দিয়াপাড়া আলীয়া মাদ্রাসার জন্য জায়গা ক্রয় করার পরিকল্পনাসহ এলাকায় শিক্ষা বিস্তারে শিক্ষা বৃত্তি এবং বৃদ্ধদের জন্য আল-কোরআন শিক্ষা ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।


তথ্যসূত্র ও ছবি- চারুপত্র ডট কম।

মন্তব্য লিখুন :