সেনবাগে সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেন তিন করোনা রোগী, অভিবাদন স্বাস্থ্য বিভাগের

নোয়াখালীর সেনবাগ উপজেলায় করোনায় আক্রান্ত তিন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। সুস্থ-স্বাভাবিক জীবনে বাড়ি ফেরায় ফুল ও করতালি দিয় অভিবাদন জানিয়েছে সেনবাগ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা -কর্মচারীরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সেনবাগ উপজেলার ৫০শয্যা হাসপাতালের সামনে করোনা মুক্ত ওই জনকে ফুল দিয়ে ও হাততালি দিয়ে গ্রহণ করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মতিউর রহামান। এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম, ডা. গোলাম আজম, ডা. নির্ময় পালসহ হাসপাতালে অন্যন্য কর্মকর্তা ও কর্মচারীরা।
এসময় ডা. মতিউর রহমান করোনা সংক্রামন থেকে মুক্ত কাবিলপুর ইউনিয়নের আজিজপুর পাঁচানী বাড়ির রুপালী ব্যাংক কর্মকর্তা আবু নাছের, ছাতারপাইয়া ইউপির ছিলাদী গ্রামের জনতা ব্যাংক স্টাফ সফিউর রহমান ও একই ইউপির সোনাকান্দি গ্রামের আবুল হাশেমকে করোনা নেগেটিভ সনদপত্র তুলে দেন।