নোয়াখালীতে করোনা জয়ী পুলিশ সদস্যদের সংবর্ধনা

নোয়াখালীতে করোনা জয়ী পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক ভাবে সংর্বধনা দিয়েছে জেলা পুলিশ। রোববার দুপুরে নোয়াখালী পুলিশ লাইনে করোনা জয়ী ৩১জন পুলশি সদস্যকে এ সংর্বধনা দেয়া হয়। এ সময় তাঁদের হাতে ফুল তুলে দেন পুলিশ সুপার মো.আলমগীর হোসেন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর র্সাকলে) খালেদ ইবনে মালেক, অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল মোহাম্মদ শাহজাহান শেখ, পুলিশ লাইনের মেডেকেল অফিসার সুব্রত কান্তি সুনীল প্রমূখ।
এসময় পুলিশ সুপার মো.আলমগীর হোসনে জানান, করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকেই এসব ফ্রন্টলাইন যোদ্ধা পুলিশ সদস্যদের সুরক্ষার জন্য শুরু থেকেই মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাভস্, হ্যান্ড স্যানিটাইজার, চশমা, ভিটামিন-সি, ভিটামিনন ডি ও জিংক ট্যাবলেট, রোগ প্রতিরোধী হোমিওপ্যাথিক ঔষধ ইত্যাদি বিতরণ করা হয়। এছাড়াও পুলিশ সদস্যরা যাতে করোনায় গণহারে সংক্রমিত না হয় সে লক্ষ্যে প্রতিটি ইউনিটের পুলিশ সদস্যদের দুইটি পৃথক টিমে বিভক্ত করে তাদের পৃথক থাকা-খাওয়ার ব্যবস্থা করেন এবং পুলিশ সদস্যদের দৈনন্দিন খাবারের তালিকায় ভিটামিন ও প্রোটিন সমৃদ্ধ খাবার (যেমন- দুধ, ডিম, কলা ও ফলমূল ইত্যাদি) সন্নিবেশ করেন।
তিনি আরো বলেন, নোয়াখালী জেলার নয়টি থানার র্কমরত ১৫১জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদরে মধ্যে সাত জন এসআই, চার জন এএসআই, একজন নারীসহ চার জন কনস্টবেল ও বিশেষ আনসার। ৩১জন পুলশি সদস্য প্রায় তিন সপ্তাহ হোম আইসোলশেনে থেকে করোনা ভাইরাসকে পরাজতি করে সুস্থ হয়ে কাজে যোগ দয়িছেনে। বাকী সদস্যরা বিভিনন্ন পর্যায়ে এখনও হোম আইসোলশোনে চিকিৎসাধীন রয়েছেন। নোয়াখালীতে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। আশা করি বাকি পুলিশ সদস্যরাও সুস্থ হয়ে দ্রুত কাজে যোগ দিতে পারবে।
পরিবেশ ও প্রাণী জগত রক্ষায় সবুজ বেস্টনীর কোন বিকল্প নেই এ বাক্যকে ধারন করে নোয়াখালী জেলা পুলিশ লাইনে তিনি বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন।