নোয়াখালীতে এক হাজার তাল গাছের চারা রোপন শুরু
নোয়াখালীর উপকূলীয় এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন বাংলাদেশ এর উদ্যোগে এক হাজার তাল গাছের চারা রোপন শুরু হয়েছে। গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মন্নাননগর চৌরাস্তা-চরজব্বার সড়কে চারা রোপনের মধ্য দিয়ে জেলা প্রশাসক খোরশেদ আলম আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ও দুর্যোগ মোকাবেলায় সরকারের উদ্যোগকে আরো গতিশীল করার উদ্দেশ্যে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। প্রাথমিক পর্যায়ে এক হাজার তালের চারা রোপন করা হবে। পর্যায়ক্রমে নোয়াখালীর উপকূলীয় এলাকায় আরো কয়েক হাজার চারা রোপন করবে বলেও জানান তারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান এ. কে. এম সামছুদ্দিন জেহান, বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস, সদর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা, স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান নাছের ও গ্রীন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক সাংবাদিক মানিক মিয়াজী।
এ সময় জেলা প্রশাসক গ্রীন বাংলাদেশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জেলার প্রত্যেকটি বেড়িবাঁধে বন বিভাগের মাধ্যমে তালের চারা রোপন করা হবে। পাশাপাশি ব্রজ্যপাত থেকে কৃষকদের প্রাণ বাঁচাতে বিভিন্ন ক্ষেতের আইলেও তাল গাছের চারা লাগানো হবে।