ফোবানায় কোয়ান্টামের সেমিনার, বুক স্টল

নিউইয়র্কে সুবিশাল নাসাউ কলিসিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিন ব্যাপী আমেরিকায় বাঙালিদের সবচেয়ে বড় মিলন মেলা ৩৩তম ফোবানা সম্মেলন-২০১৯। ফোবানার আমন্ত্রনে অন্যঅনেক সংগঠন, সংস্থার সাথে সম্মেলনে অংশ নেয় কোয়ান্টাম  মেডিটেশন সোসাইটি ইউএসএ। তাঁদের উপস্থাপনার বিষয় ছিল কোয়ান্টাম সেমিনার ও বুক স্টল।

সম্মেলনের মূল প্রতিপাদ্য 'আমাদের সন্তান, আমাদের গর্ব' এর সাথে সহমত রেখে কোয়ান্টামের বিশেষ সেমিনার এর আলোচনার বিষয় ছিল "সোশ্যাল মিডিয়া এডিকশন" যাকে কোয়ান্টামের ভাষায় বলা হয় 'ভার্চুয়াল ভাইরাস।' আলোচক ছিলেন সোসাইটির   প্রোসিডেন্ট ডাঃ  মোঃ আবদল্লাহ ইউসুফ। তিনি এই সোশ্যাল মিডিয়া এডিকশন এর ক্ষতিকর দিক গুলি বিস্তারিত তুলে ধরে বলেন, এই ভার্চুয়াল ভাইরাস আমাদের সন্তানদের জ্ঞান অর্জনের মূল্যবান সময় গুলি দৈত্যের মত খেয়ে ফেলছে। তাদেরকে করে তুলছে মেধা শুন্য প্রজন্মে। ফলে তরুণ-তরুণীদের মধ্যে সৃষ্টি হচ্ছে ভাল্লা গে না’র মতো অনুযোগ আর হতাশা-বিষন্নতা-একাকিত্বের অনুভূতি। এখনই সময় এর লাগাম টেনে ধরার, নাহয় দেরি হয়ে যাবে। বর্তমানে বিশ্বজুড়ে শুরু হয়েছে শিশুর হাতে প্রযুক্তি পণ্য নিয়ন্ত্রণের উদ্যোগ, যা কোয়ান্টাম বলে আসছে গত এক যুগ ধরে। আলোচনার পাশাপাশি প্রদর্শন করা হয় কোয়ান্টাম ফাউন্ডেশন নির্মিত ডকুমেন্টারি "স্মার্টফোন? না জুয়ার মেশিন!" এবং "একটি শিশুর দায়িত্ব নিন" এবং পরিশেষে আলোচক উপস্থিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সাথে আরো ছিলো সচেতনতা, সুস্বাস্থ্য ও প্রশান্তি বাড়ানোর বৈজ্ঞানিক প্রক্রিয়া মনের ব্যায়াম - মেডিটেশন। 

অন্যদিকে সোসাইটির নান্দনিক বুকস্টল সাজানো হয়েছিল ফাউন্ডেশনের প্রকাশিত বই, স্টিকার, স্মারক, অডিও সিডি ইত্যাদি দিয়ে।  অনেকেই আগ্রহ সহকারে প্রকাশনা গুলি কিনেন। আগতদের অনেককে উপহার হিসেবে স্টিকার ও সিডি দেয়া হয়। কোয়ান্টামের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আগতদের কৌতূহল মেটানোর জন্যে স্টলে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন কোয়ান্টামের দায়িত্বশীলেরা। 

উল্লেখ্যঃ  কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএ, ৮৬-৪৭ ১৬৪ স্ট্রিট, সুইট # বি ই, জ্যামাইকা ফোন: ৫১৬ ৭৬১ ১৬১৪ ঠিকানায় প্রতি শনিবার  নিয়মিত সাপ্তাহিক ফ্রী সেমিনার ও মেডিটেশন এর  আয়োজন করা হয়। আরো রয়েছে অসুস্থ ও সমস্যা পীড়িতদের জন্যে হিলিং এবং বিশেষ কাউন্সিলিংয়ের ব্যবস্থা। 

মন্তব্য লিখুন :