নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের বিজয় দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা ভর করে আছে আমলাতন্ত্রে
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসট হাইটস্ এর পালকি পার্টি হলে অনুষ্ঠিত সভায় সম্প্রতি প্রকাশিত রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম স্থান পাওয়া নিয়ে বক্তরা ক্ষোভ প্রকাশ করেন। বক্তরা বলেন- স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা ভর করে আছে আমলাতন্ত্রে। বিজয়ের মাসে পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে। এরসাথে জড়িতদের বিচারের দাবি করা হয় সভায়।
সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ, ১৫ আগস্টের কলোরাত্রিতে বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ নিহদের এবং ২১ আগস্ট গ্রেণেড হামলাসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু। সঞ্চালনা করেন শিবলী সাদিক শিবলু। সভায় মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাসুদ হোসেন সিরাজী, আলমগীর মিয়া, শাহীন ইবনে দিলওয়ার, নুরুল আফসার সেন্টু, মুক্তিযোদ্ধা মনির হোসেন, জাহাঙ্গীর হোসেন, স্বীকৃতি বড়–য়া, সুমন মাহমুদ, মাহফুজুল হায়দার, বেলাল হোসেন, কানিজ ফাতেমা শাওন, মাহমুদুল হাসান, আবির হাসন প্রমুখ।
সভায় বক্তরা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নে সোনার বাংলা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। একইসাথে স্বাধীনতা বিরোধী চক্রের অপপ্রচার সম্পর্কে সবাইকে সবাজ থাকার অনুরোধ করেন।
সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় সংগীত শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।