নিউইয়র্কে বাপা’র নতুন কমিটির শপথ গ্রহণ ও সংবাদ সম্মেলন
বাংলাদেশী কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার
নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকানদের সংগঠন বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশনের (বাপা)। বাপা দীর্ঘ দিন ধরেই বাংলাদেশী কম্যুনিটির উন্নয়নে কাজ করার পাশাপাশি নিউইয়র্ক পুলিশ বিভাগে সুনামের সাথে কাজ করে বাংলাদেশীদের মুখ উজ্জ্বল করছে। শুক্রবার বাপা’র নবনির্বাচিত কমিটির শপথ ও সংবাদ সম্মেলনেও একই কথা প্রতিধ্বনিত হলো।
এই উপলক্ষে সিটির কুইন্সের উডহ্যাভেন ব্লুবার্ডে জয়া হলে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির শপথবাক্য পাঠ করান সাবেক সভাপতি লেফটেন্যান্ট শামসুল হক। শপথ গ্রহণের পর নবনির্বাচিত কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। জনাকীর্ণ এই সাংবাদ সম্মেলনে বাপা নেতৃবৃন্দ তাদের ভবিষ্যত করণীয় তুলে ধরেন। এসময় তারা বাংলাদেশী কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বাপার নব নির্বাচিত কমিটির কর্মকর্তারা হলেন- সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরী, প্রথম সহ-সভাপতি সার্জেন্ট এরশাদুর সিদ্দিকী, দ্বিতীয় সহ-সভাপতি ট্রাফিক ম্যানেজার মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট এ কে এম আলম, কোষাধ্যক্ষ অফিসার রাসেক মালিক, সহ-কোষাধ্যক্ষ অফিসার মেহেদী মামুন, ইভেন্ট কো-অর্ডিনেটর অফিসান শিকদার মামুন, সার্জেন্ট অ্যাট আর্মস অফিসার মাহবুবুর জুয়েল, কমিউনিটি লিয়াজোঁ ডিটেকটিভ মাসুদ রহমান এবং করেসপন্ডিং সেক্রেটারি অক্সিলারি সার্জেন্ট সৈয়দ এনায়েত আলী। মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার জনি বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। তিনি পরে শপথ নেবেন বলে জানিয়েছেন বাপা নেতৃবৃন্দ।
এদিকে শপথ অনুষ্ঠানের পরপরই বাপা নেতৃবৃন্দ জ্যাকসন হাইটসের চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে (খাবার বাড়ি) এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সভাপতি কারাম চৌধুরী বাপার ভবিষ্যত পরিকল্পনা উপস্থাপন করেন। এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো, নিউইয়র্ক পুলিশ বিভাগে বাংলাদেশীদের অন্তুর্ভুক্তিতে সহযোগিতা করা, রক্তদান কর্মসূচি, বাংলাদেশী কমিউনিটিতে সচেতনতামূলক কর্মসূচি বিশেষ করে সন্ত্রাস দমনে কমিউনিটির ভূমিকা, টাউন হল মিটিংয়ের আয়োজনের মাধ্যমে তথ্য আদান প্রদান, ফেডারেল, স্টেট ও সিটি জবে বাংলাদেশিদের সহযোগিতা প্রদান।
বাপার প্রতিষ্ঠাতা সভাপতি সার্জেন্ট সাঈদ সুমনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সভাপতি কারাম চৌধুরী, প্রথম সহ-সভাপতি এরশাদুর সিদ্দিকী, কমিউনিটি লিয়াজোঁ মাসুদ রহমান এবং ইভেন্ট কো-অর্ডিনেটর শিকদার মামুন। সংবাদ সম্মেলন শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক একেএম আলম।