মুজিববর্ষ উদযাপনে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি
বাজেট সোয়া লাখ ডলার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ উদযাপনে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামি প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নানান কর্মসূচী, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বইমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজন থাকছে। আর এসব আয়োজন সফল করতে বাজেট ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার ডলার।
এসব কর্মসূচী সফল করতে গত ২০ জানুয়ারি জ্যাকসন হাইটস্থ খাবার বাড়ির পালকি সেন্টারে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী । কার্যকারী কমিটির ৩৫জন সদস্যের উপস্থিতিতে ১৭ই মার্চ জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে খসরুজ্জামান খসরুরকে আহবায়ক, মাসুদ সিরাজী এবং সাইকুল ইসলামকে যুগ্ম আহবায়ক, নুরুল আমিন বাবুকে সদস্য সচিব এবং শিমুল হাসান ও ইসমত হক খোকনকে যুগ্ম সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়। এছাড়াও সর্বসম্মতিতে বিভিন্ন উপ কমিটির মাধ্যমে কার্যকর ও শক্তিশালী উদযাপন পরিষদ গঠন করা হয়।
মুজিব বর্ষ উদযাপনকে ঘিরে কার্যকরী কমিটির সভায় উপস্থিত নেতৃবৃন্দের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সভায় নেতৃবৃন্দ বলেন- সভানেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের এই আয়োজন হবে চোখ ধাঁধানো অনুষ্ঠান কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের পর সর্ববৃহৎ অনুষ্ঠান। এজন্য প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।
সভায় সদ্য প্রয়াত বগুড়া -১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য ইসমত আরা সাদেক এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
সভা সূত্রে জানা যায়, মুজিব বর্ষ উদযাপনের সকল কার্যক্রম প্রধানমন্ত্রীকে অবহিতকরন এবং আয়োজিত অনুষ্ঠানসমূহে বাংলাদেশে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আমন্ত্রণ জানানো হবে। দিন ব্যাপী অনুষ্ঠান আয়োজনে যুক্তরাষ্ট্রের মূল ধারার নেতৃবৃন্দ এবং দল মত নির্বিশেষে সকল শ্রেণীর প্রবাসীদের আমন্ত্রণ জানানো এবং প্রতিটি বোরোতে প্রচারণা সিদ্ধান্ত গৃহীত হয়।
কর্মসূচী সমূহের মধ্যে থাকবে - বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা, চিত্রাঙ্কন,নৃত্য, গান, কবিতা সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, কাব্য জলসা, বইমেলা ও জয়বাংলা কনসার্ট।
প্রবাস প্রজন্ম বিশেষকরে শিশু-কিশোরদের মাঝে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন এবিং মুজিবআদর্শ ছড়িয়ে দিতে স্বপরিবারে প্রবাসী বাঙালিদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হবে এবং বঙ্গবন্ধুর আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা বইটি উপহার দেয়া হবে।