নিজ এলাকার কর্মহীন অসহায় মানুষের মাঝে নুরুল আমিন বাবুর খাদ্য উপহার

প্রবাসীদের মন সবসময়ই পড়ে থেকে প্রিয় মাতৃভূমিতে। পরিবারের সদস্যদের প্রতি দায়িত্বশীলতার পাশাপাশি যার যার সামর্থ্য অনুযায়ী এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টাও করেন অনেকেই। বর্তমানে পুরো বিশ্বের ন্যায় প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সংকটকালীন সময়ে সরকার, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, প্রশাসন এবং সামাজিকভাবে স্বচ্ছল ও মানবিক মানুষগুলোর মতো প্রবাসীরা দাঁড়িয়েছেন নিজ নিজ এলাকার মানুষের পাশে। 

তেমনি একজন নিইউয়র্কের কমিউনিটি এক্টিভিস্ট ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু। প্রবাস জীবনের গত কয়েক বছর বিভিন্ন সময়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগীতা, সামাজিক প্রতিষ্ঠানে সহযোগীতা, বৃত্তি আয়োজন, দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা তিনি। বর্তমান সংকটকালীন সময়েও নিজ এলাকা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। তাঁদের অনেকের হাতে তুলে দিয়েছেন খাদ্য উপহার।

করোনা ভাইরাস সংক্রমনের পর বাংলাদেশে সরকার সাধারণ ছুটি ঘোষনা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের কারণে কর্মহীন হয়ে পড়ে দিনে এনে দিনে খাওয়া মানুষ। একইসাথে নি¤œ আয়ের মানুষেরা পড়ে অশ্চিয়তায়। পরিস্থিতির কারণে অনেকে টাকা থাকলেও বাজারে গিয়ে খাবার কিনে আনার নিয়ে সমস্যায় পড়ে যান। 

এই অবস্থায় একলাশপুরের ১২’শ পরিবারের মাঝে অতিজরুরী খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন নুরুল আমিন বাবু। নিউইয়র্কে থাকলেও এলাকার গণ্যমান্য ব্যক্তি, পরিবারের সদস্য এবং স্বোচ্ছাসেবীদের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী উপহার হিসাবে পৌঁছে দেন এসব পরিবারের মাঝে। কেউ কেউ আবার বাড়িতে এসেও নিয়েছেন।

এই প্রসঙ্গে নুরুল আমিন বাবু বলেন- সামাজিক দায়িত্ব থেকে এ উদ্যোগটি নিয়েছেন। যেহেতু সরকারের পক্ষ থেকে সবাইকে বারবার অনুরোধ করা হচ্ছে ঘরে থাকতে। করোনা সংক্রমনের থেকে বাঁচার এটি সর্বোত্তম উপায়। এই অবস্থায় অনেকেই খাবারের সংকটে পড়বেন। তাই মানবিক দৃষ্টিকোন থেকে অতি প্রয়োজনীয় খাবারগুলো উপহার হিসাবে নিজ এলাকার মানুষদের কাছে পৌঁছাতে পেরে ভালো লাগছে।


মন্তব্য লিখুন :