নিউয়র্কে দুই প্রবীন প্রবাসীর মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া

নিউইয়র্কে একদিনে দুইজন প্রবীন প্রবাসী মৃত্যুর খবার পাওয়া গেছে । তাঁদের দুইজনের বাড়িই নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। এঁদের একজন হচ্ছেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ হানিফের ছোটভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ (৭৮)। অপরজন দীর্ঘ ৩৫ বছর ধরে নিউইয়র্কের ব্রুকলিনে বসবাসকারী কমিউনিটির পরিচিত মুখ আলী আহম্মেদ (৭০)। এই দুই প্রবীনের মৃত্যুতে নিউইয়র্কে বসবাসরত নোয়াখালীর বাসিন্দাদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

আব্দুল হামিদের পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে তিনি জ্বর ও শ্বাস কষ্টে ভুগছিলেন। গত শুক্রবার স্থানীয় একটি হাসপাতালে পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকাল ৯টার দিকে তিনি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে..........রাজেউন)। তাঁর পৈত্রিক নিবাস সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নে। তিনি মৃত মৌলভী ইব্রাহিমের ছেলে এবং অধ্যাপক মোহাম্মদ হানিফের ছোট ভাই। বর্তমানে তাঁর বাড়ি নোয়াখালী পৌর এলাকার পশ্চিম মাইজদী গ্রামে নোয়াখালী পুরাতন কলেজ সংলগ্ন অধ্যাপক হানিফের একই বাড়ি। গত ৭ বছর ধরে তিনি নিউইয়র্কে বসবাস করে আসছেন।

আলী আহম্মেদের গ্রামের বাড়ি সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নের দেওটি গ্রামে। তাঁর ছেলে দেওটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাহার জানান, তাঁর বাবা তেমন কোন গুরুতর অসুস্থ ছিলেন না। হঠাৎ করে গত ১০ এপ্রিল শ্বাস কস্ট দেখা দিলে কিংস কাউন্টি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে..........রাজেউন)।  

প্রসঙ্গত: ইতোমধ্যে মরণঘাতক করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা দেড়’শ ছাড়িয়েছে। নোয়াখালীবাসী হারিয়েছে অনেক পরিচিতমুখকে।


মন্তব্য লিখুন :