নিউইয়র্কে দূর্ঘটনায় থেমে গেলো আরেক তরুণের জীবন

একটু বাড়তি আয়, ঝুঁকিতো আছেই। আছে পরিবারকে সুখে রাখার প্রত্যয়। এসবের মাঝেই প্রায়শই হানা দেয় দূর্ঘটনা নামের গুপ্তঘাতক। কেড়ে নেয় বাইকারের জীবন। নিউইয়র্কে এমনই একজন ডেলিভারি বাইকারের জীবন থেমে গেছে আজ রোববার। ম্যানহাটনের বেলভিউ হসপিটালের চিকিৎসকদল পরীক্ষা নিরীক্ষা শেষে নিহত জাকির হোসেন জুয়েলের (২৭) স্বজনদের জানিয়েছেন তাঁর মৃত্যুর খবর।
অন্য যেকোন স্বাধীন পেশার চেয়ে একটু বাড়তি আয়ের হাতছানি রয়েছে বাইকে ফুড ডেলিভারি পেশায়। শীতে একটু ব্যাস্ততাও থাকে। গত ২৮ নভেম্বর শনিবার প্রতিদিনকার মতো বাইক নিয়ে কাজে যোগ দেন জুয়েল। রাত ৯টার দিকে ম্যানহাটনের থার্টিফোর স্ট্রিট ও ফার্ষ্ট এভিনিউতে তাঁর বাইকে ধাক্কা দেয় একটি গাড়ি। গুরুত্ব আহত হওয়ার পর তাঁকে নেওয়া হয় বেলভিউ হসপিটালে। সেখানেই একসাপ্তাহ জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর মারা যান তিনি। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের পূর্বকালারইতা গ্রামে। তাঁর পিতার নাম দলিলুর রহমান।
নিহত জুয়েলের আত্মীয় (খালাতো ভগ্নিপতি) শাহ আলম শিমুল প্রবাসে নোয়াখালীকে জানান- ৪ বছর পূর্বে ইমিগ্র্যান্ট হিসাবেই যুক্তরাষ্ট্রে আসেন জুয়েল। তিন ভাই, তিন বোনের মধ্যে জুয়েল সবার ছোট। দেশর বাড়িতে অসুস্থ পিতা ও পরিবারের ব্যায় বহন করতে সচেষ্ট থাকতো সবসময়। এজন্যই বাইকে ডেলিভারি পেশা বেছে নেয়।
দূর্ঘটনার পর থেকেই একসাপ্তাহ ধরে লাইফ সাপোর্টে ছিলো। হাসপাতাল থেকে খবর দেওয়ার পর আত্মীয়-স্বজনরা হাসপাতালে গিয়ে দেখে আসে। পরীক্ষা নীরিক্ষা শেষে হাসপাতাল থেকে লাশ দেওয়ার পর নিউইয়র্কে জানাজা শেষে গ্রামের বাড়িতে পাঠানো হবে। এক্ষেত্রে বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএস ইনক্ প্রয়োজনীয় সহযোগীতা করছে।
এ প্রসঙ্গে বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএস ইনক্ এর সেক্রেটারি জাহিদ মিন্টু প্রবাসে নোয়াখালীকে বলেন- পরিবারের ইচ্ছা জুয়েলের মরদেহে দেশের মাটিতে দাফনের। সেজন্যই তাঁর আত্মীয় স্বজনদের সাথে আলোচনাক্রমে প্রয়োজনীয় সহযোগীতা করছে সোসাইটি। নিউইয়র্কে জানাজা অনুষ্ঠিত হবে। হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তরের পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
প্রসঙ্গত : গত ক’বছর ধরে ফুড ডেলিভারি পেশা হিসাবে প্রবাসী তরুণ-যুবকদের কাছে আকর্ষনীয় হয়ে উঠছে। কিন্তু সচেতনতার অভাব এবং বাড়তি আয়ের প্রতিযোগীতার কারণে প্রায়শই দূর্ঘটনার কবলে পড়ে মূল্যবান প্রাণ ঝরে পড়ছে। অনেকে আহত হয়ে দূঃসহ অবস্থায় পড়েন। নিউইয়র্কে যার সর্বশেষ শিকার হচ্ছেন জাকির হোসেন জুয়েল। বেশীরভাগ ক্ষেত্রেই দূর্ঘটনার জন্য বাইকার দায়ী থাকেন। এজন্য বাইক চালানোর সময় সতর্কতা অবলম্বের জন্য পুলিশ এবং কমিউনিটি নেতৃবন্দ বারবার।