নিউইয়র্কে নোয়াখালী ভবনে ১৩ মার্চ ভ্রাম্যমান কনস্যুলেট সেবা

করোনায় বিপর্যস্থ বিশ্বের শীর্ষ নগরী নিউইয়র্ক সিটিতে আগামি ১৩ মার্চ শনিবার ভ্রাম্যমান কনস্যুলেট সেবা প্রদান করবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। নগরীর ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডের (১১৮ বিভারলি রোড, ব্রুকলিন, এনওয়াই-১১২১৮) নোয়াখালী ভবনে এই সেবা আয়োজনে সহযোগীতায় রয়েছে প্রবাসী বাংলাদেশীদের ছাতা সংগঠন বাংলাদেশ সোসাইটি ও বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক। সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এই সেবা প্রদান করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, করোনা পরিস্থিতিতে বিপর্যস্ত প্রবাস জীবনে অন্যান্য সেবাপ্রাপ্তির মতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর সেবা প্রাপ্তিও দূরূহ হয়ে উঠে। লকডাউন পরবর্তী সময়ে শুধুমাত্র ডাকযোগে এবং পূর্ব অ্যাপয়েন্টের ভিত্তিতে কনস্যুলেট সেবা প্রদান করা হয়। যারফলে ছন্দপতন ঘটে স্বাভাবিক কনস্যুলেট সেবাপ্রাপ্তিতে, বিঘœ ঘটে জরুরী সেবায়ও। এই প্রেক্ষিতে ৩ মার্চ থেকে কনস্যুলেটে সরাসরি সেবা কার্যক্রম চালুর পর প্রবাসীদের অপেক্ষা কমিয়ে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে ভ্রাম্যমান কনস্যুলেট সেবারও আয়োজন করা হয়। এক্ষেত্রে যথারীতি কমিউটির সংগঠনগুলোকে পাশে পেয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-নিউয়র্ক।

জরুরী সেবাসমূহের মধ্যে থাকবে-ভ্রাম্যমান কনুস্যুলেট সেবাসমূহের মধ্যে ছিলো বাংলাদেশী পাসপোর্ট নবায়ন, নো ভিসা রিকোয়ার্ড সিল, এলাইড সার্টিফিকেট প্রদান, বাংলাদেশী পাসপোর্ট সংশোধন, বাংলাদেশী অন্যান্য সনদ পত্রের সত্যায়ন, পাওয়ার অব এটর্ণি সত্যায়ন ও দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন পত্র গ্রহণ ইত্যাদি। 

বাংলাদেশ সোসাইটি ইউএস ইনক্’র সদস্য মাইনুল উদ্দিন মাহবুব জানান- বিগত সময়ের মতোই তাঁরা ভ্রাম্যমান কনস্যুলেট সেবা প্রদানে সহযোগীতা দিবেন। এক্ষেত্রে প্রবাসীদেরকে হাতের নাগালে জরুরী সেবাগ্রহণে এগিয়ে আসার আহবান জানান।

বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক্’র সেক্রেটারি জাহিদ মিন্টু সেবা নিতে আসার সময় সবাইকে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসার আহবান জানিয়েছেন। একই সাথে কভিড-১৯ এর কারণে জরুরী স্বাস্থ্য বিধিমালা অনুসরণ করে সহযোগীত করার জন্য অনুরোধ করেন। তবে; ১৩ মার্চ সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সেবা কার্যক্রম চলাকালে  ”নো মাস্ক, নো এন্ট্রি” এটি কার্যকর করা হবে বলেও তিনি জানান।


মন্তব্য লিখুন :