রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে পেশাগত দায়িত্বপালনকালে হেনস্তা, আটকে রেখে শারীরিক নির্যাতন এবং মামলা দিয়ে থানায় প্রেরণের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় লেখক, সাংবাদিক এবং প্রবাসী জনসমাজের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশ থেকে অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

সমাবেশে ‘বাক স্বাধীনতা সাংবিধানিক অধিকার’, ‘উই ডিমান্ড আনকন্ডিশনাল রিলিজ অব জার্নালিস্ট রোজিনা ইসলাম’, ‘সাংবাদিক নির্যাতন বন্ধ করুন’, ‘রিলিজ জার্নালিস্ট রোজিনা ইসলাম’, ‘স্টপ হ্যারাসমেন্ট জার্নালিস্ট’, ‘রোজিনা ইসলাম ইজ নট থিফ, সি ইজ এ ব্রেভ জার্নালিস্ট’, ‘স্টপ করাপশন’সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে যোগদেন বিক্ষুব্ধ প্রবাসী লেখক সাংবাদিকরা।

সাংস্কৃতিক সংগঠক তোফাজ্জল লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তরা রোজিনা ইসলামকে হেনস্তার মধ্যদিয়ে বাংলাদেশে গণমাধ্যমের কন্ঠ চেপে ধরার প্রয়াসের নগ্ন বাস্তবতা উঠে এসেছে। এই ন্যাক্কারজন ঘটনার সাথে জড়িতদের অভিলম্বে জবাবদিহিতার আওতায় আনা এবং শাস্তির দাবি জানানো হয়। সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন লেখক সাংবাদিক ইব্রাহীম চৌধুরী। দেশের একজন সাংবাদিকের ওপর নিপীড়নের প্রতিবাদে প্রবাসী জনসমাজের প্রতিক্রিয়া এবং প্রতিবাদে নেমে আসার জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। সমাবেশ শুরু হলে ভিনদেশীরাও সংহতি জানাতে দেখা যায়। 

প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, প্রবীণ আইনজীবী শেখ আখতারুজ্জামান , বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মুকিত চৌধুরী, লেখক সাংবাদিক এফ এফ এম মিসবাউজ্জামান, নিহার সিদ্দিকী, নাজমুল আহসান , আবু তাহের, শহীদুল ইসলাম ,শামিম আল আমীন , এ বি এম সালাহ উদ্দিন, শাখাওয়াত হোসেন সেলিম, এম বি তুষার , এইচ বি রিতা , রওশন হক, গোপাল সৈন্যাল, মাহফুজুর রহমান, বিশ্বজিত সাহা , রোকেয়া দীপা , রওশন আরা নীপা , মনজুরুল হক, শিরিল হাসান, জাঁকির হোসেন বাচ্চু, শামীম আহমেদ, মাহ্মুদুল চৌধুরী , আব্দুশ শহীদ , মনিজা রহমান, মাহবুবুর রহমান, ফকু চৌধুরী, ইমামা কাজই কাইয়্যুম প্রমুখ।

বাংলদেশ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী শেখ আখতারুজ্জামান তাঁর বক্তৃতায় বলেন , রোজিনা ইসলামের নামে যে মামলা দায়ের করা হয়েছে তার সারমর্ম দেখলেই ধারনা পাওয়া যায় এ মামলা বিদ্বেষপ্রসূত। এ মামলার কোন ভিত্তি নেই বলে তিনি উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মুকিত চৌধুরী রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তির দাবী জানান। তিনি বলেন- যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি লুটেরাদের লুটপাটের জন্য নয়। যারা লুটপাট করছে , তাদের পরিচয় প্রকাশ করতে গিয়ে যখন সাংবাদিকতা বিপন্ন হয়ে উঠে তখন একজন মুক্তিযোদ্ধা হিসেবে বসে থাকার সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন। 

প্রবীণ সাংবাদিক , সাপ্তাহিক পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান বলেছেন , ওয়াশিংটন পোস্ট সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে রোজিনা ইসলামকে গ্রেফতার ও হেনস্তা করা নিয়ে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে , তা দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করেছে। এ নিয়ে সরকারকে ভাবতে হবে এবং রোজিনা ইসলামকে হেনস্তা ও হয়রানি করার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য তিনি বাংলাদেশ সরকারের কাছে দাবী জানান।

সমাবেশে কিছুক্ষণ পরপর রোজিনা ইসলামে মুক্তির দাবীতে স্লোগান দেয়া হয়। অবিলম্বে মুক্তি দেয়া না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে লেখক সাংবাদিক ও জনসমাজের প্রতিনিধিরা তাদের বক্তৃতায় উল্লেখ করেন।    


মন্তব্য লিখুন :