নিউইয়র্কে ভ্যাকসিন নিলে এক সপ্তাহের ফ্রি মেট্রোকার্ড

নিউইয়র্কে জরুরী সেবা প্রদানের সাথে জড়িত এবং সাধারণ নাগরিকদেরকে কভিড-১৯ সংক্রমন রোধে সাবওয়ে স্টেশনে স্থাপিত টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্র থেকে ভ্যাকসিন গ্রহণ করলে উপহার হিসাবে বিনামূল্যে একসাপ্তাহের আনলিমিটেড মেট্রোকার্ড প্রদান করা হচ্ছে। আপাতত নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং ওয়েস্টচেষ্টার রুটে ৭টি স্টেশনে ২২ মে পর্যন্ত টিকা গ্রহণ করা যাবে বলে এমটিএ থেকে জানানো হয়েছে। 

এজন্য কোন ধরণের পূর্বনির্ধারিত স্বাক্ষাৎকারের সময় নির্ধারণ করার প্রয়োজন নেই। শুধুমাত্র টিকাদান কেন্দ্রে উপস্থিতি হয়েই ১৮বছরের উর্ধ্বে বয়সের নাগরিকেরা একডোজের জনজন এন্ড জনসনের টিকা গ্রহণ করতে পারবেন। শুধুমাত্র আইডি দেখিয়ে টিকা গ্রহণে সহযোগীতা করবে এমটিএ কর্মী, স্বেচ্ছাসেবী, সেবিকা কিংবা চিকিৎসকদের টিম। 

গত ১২ মে নিউইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রালে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন এমটিএ’র চেয়ারম্যান ও সিইও প্যাট্রিক ফয়ে এবং লংআইল্যান্ড রেল রোড’র প্রেসিডেন্ট ক্যাথরিন রিনালদি। এর আগে ১০ মে নিউইয়র্ক রাজ্য গভর্ণর এন্ড্রু কুমো এম কুমো এই টিকাদান কর্মসূচীর কথা ঘোষণা করেন। তখন ৮টি স্টেশনে টিকাদান কর্মসূচী চালু করা হয়। পরবর্তীতে ম্যানহাটনের পেন স্টেশন, গ্র্যান্ড সেন্ট্রাল, ব্রংকস’র ইস্ট ১৮০ স্ট্রিট, ব্রুকলিনের ব্রডওয়ে জংশনের সাথে ম্যানহাটনের ১২৫ স্ট্রিট (হারলেম), হিকস্ভিল (এলআইআরআর) এবং কুইন্সের সাটফিন ব্লুভার্ড-আর্চার এভিনিউ জেএফকে এয়ারপোর্ট সাবওয়ে স্টেশনকে যুক্ত করে ২২ মে পর্যন্ত কর্মসূচী বর্ধিত করা হয়।

মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি-এমটিএ’র সাথে এই কর্মসূর্চ বাস্তবায়নে অংশভাগী হিসাবে কাজ করছে নিইউয়র্ক রাজ্য স্বাস্থ্য বিভাগ, এসএমওএস, নর্থওয়েলথ্ হেলথ এবং ওয়েস্টচেস্টার মেডিকেল সেন্টার। টিকাদান কেন্দ্রে আগতদের ভাষাগত সমস্যার নিরসনে অনুবাদক হিসাবেও সহযোগীতা করবেন স্বেচ্ছাসেবীরা অথবা অনুবাদ পরিসেবা প্রদান করা হবে বলে এমটিএ থেকে জানানো হয়েছে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই ভ্যাকসিন প্রদান করা হবে। এক্ষেত্রে টিকাগ্রহণের পূর্বে প্রয়োজনীয় যে কোন জিজ্ঞাসার উত্তর দিয়ে সহযোগীতা করবেন কেন্দ্রের চিকিৎসক এবং সেবিকাবৃন্দ।

২২ মে পর্যন্ত চালু থাকা এমটিএ’র টিকা কেন্দ্রগুলোর মধ্যে- ম্যানহাটনের পেন স্টেশনে (এলআইআরআর) থার্টিফোর স্ট্রিট করিডোর (থার্টিফোর বিটুইন সেভেনথ এভিনিউ) প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত, গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের মেট্রো নর্থ টার্মিনালের ভেন্ডারভিল্ট হলের ভেতর প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং হিকস্ভিল (এলআইআরআর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এছাড়া ম্যানহাটনের আপটাউনের ১২৫ স্ট্রিটের (হারলেম) ফোর-ফাইভ-সিক্স ট্রেনের সাবওয়ে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত, ব্রংকস্ এর ই-১৮০ স্ট্রিটের টু ও ফাইভ ট্রেণের সাবওয়ে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত, কুইন্সের সাটফিন ব্লুভার্ড-আর্চার এভিনিউ জেএফকে এয়ারপোর্ট সাবওয়ে স্টেশনে সকাল ৮টা থেকে দুপুর ১টা এবং ব্রুকলিনের ব্রডওয়ে জংশনে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত টিকা প্রদান করা হবে।

বৃহস্পতিবার বিকালে ব্রুকলিনের ব্রডওয়ে জংশন কেন্দ্রে গিয়ে দেখা যায় আগত ব্যাক্তিরা টিকা গ্রহণের পূর্বে সেবিকা এবং চিকিৎসক দলের সাথে কথা বলে নিশ্চিত হয়ে নিচ্ছেন টিকার নানান দিক। তাদের সহযোগীতা করছেন এমটিএ কর্মী এবং এসওএমওএস’র কর্মীরা। টিকা গ্রহণের পর তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে শুভেচ্ছা উপহারের একসাপ্তাহের ফ্রি আনলিমিটেড মেট্রোকার্ড এবং সিডিসি’র টিকা কার্ড। এমটিএ কর্মীরা জানান- প্রতিদিন শতাধিক ব্যাক্তি টিকা গ্রহণ করছেন। প্রথমবার ব্যবহারের পর থেকেই মেট্রোকার্ডের সাতদিন গণনা করা হবে।

এমটিএ থেকে জানানো হয়- সাবওয়ে স্টেশন থেকে টিকা গ্রহণের পর যেমন সাতদিনের মেট্রোকার্ড প্রদান করা হবে তেমনি মেট্রো নর্থ কিংবা এলআইআরআর এর কেন্দ্র থেকে টিাক গ্রহণ করলে দুটি একমুখী টিকেট প্রদান করা হবে।

এমটিএ’র চেয়ারম্যান ও সিইও প্যাট্রিক ফয়ে এবং লংআইল্যান্ড রেল রোড’র প্রেসিডেন্ট ক্যাথরিন রিনালদি আশাবাদ ব্যাক্ত করেন করোনার টিকা গ্রহণের মধ্য দিয়ে শক্তিশালীভাবে সবকিছু খুলে দেওয়া এবং চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করতে হবে।





মন্তব্য লিখুন :