চাটখিল সোসাইটির মিলন মেলা অনুষ্ঠিত
মেঘলা আকাশ আর বৃষ্টির চোখ রাঙানী উপক্ষো করে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী অঞ্চলের অন্যতম আলোকিত জনপদ চাটখিল উপজেলার যুক্তরাষ্ট্র প্রবাসীদের মিলন মেলা ও বারবিকিউ পার্টি। ৮ আগস্ট রোববার ব্রুকলিনের প্রসপেক্ট পার্কে চাটখিল সোসাইটি ইউএসএ’র উদ্যোগে বসে সেই মিলনমেলা। নানা বয়সের ৬ শতাধিক প্রবাসী নারী-পুরুষ ও শিশুদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে দিনব্যাপী এই আয়োজন।
গতবছরের কভিড-১৯ এর কারণে কমিউনিটির অনুষ্ঠানগুলো বন্ধ ছিলো। ভয়াবহতা মাড়িয়ে অনেকদিনপুর নিজ এলাকার মানুষগুলোকে পেয়ে প্রবীন ও নারীরা মেতে উঠে আড্ডায়। দুপুর ১২টায় শুরু হওয়া অনুষ্ঠানে ক্রমেই ভীড় বাড়তে থাকে। বেলা বাড়ার সাথে সাথে চাটখিলের বাসিন্দারা ছাড়াও বৃহত্তর নোয়খালী সোসাইটি ইউএসএ ইনক্’র নেতৃবৃন্দ, বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাদের অনেকেই আমন্ত্রিত অতিথি হিসাবে অনুষ্ঠানে অংশ নেন।
খাবার দাবারের পাশাপাশি একে অপরের সাথে পরিচিত হওয়া এবং র্যাফেল ড্র ছিলো অন্যতম আকর্ষণ। চাটখিল সোসাইটির সভাপতি মাঈনুল উদ্দিন মাহবুব, সহ-সভাপতি রফিক উল্যাহ, পেয়ার আহম্মদ, সেক্রেটারি সালেহ আহেম্মদ রুবেল, যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া মিরন, ক্যাশিয়ার আবু শিকদার মমিনসহ সোসাইটির কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকবৃন্দ মিলনমেলায় অংশগ্রহণকারীদের সেবা প্রদান করেন। তবে; শেষ বিকালে বৃষ্টির বাগড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত রাখা হয়।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক্ এর বর্তমান সভাপতি নাজমুল হাসান মানিক, সেক্রেটারি জাহিদ মিন্টু, সাবেক সভাপতি রব মিয়া, সাবেক সেক্রেটারি তাজু মিয়া, বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা নাদের আইয়ুব, সাদি মিন্টু প্রমুখ।
চাটখিল সোসাইটির সভাপতি মাঈনুল উদ্দিন মাহবুব জানান, নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং পারস্পরিক ভ্রাতৃত্যবোধ বজায় রাখতে প্রতিবছর এরকম আয়োজন হয়ে থাকে। করোনার কারণে গতবছর এটি হয়নি। তিনি অংশগ্রহণকারী সবাইকে এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।