মুদাচ্ছির খন্দকারের জানাজা ও দাফন সম্পন্ন

শনিবার জোহরের নামাজের পূর্বে মুদাচ্ছির খন্দকারের মরদেহ ওজনপার্ক সিটিলাইন মসজিদ আল আমান’র লবিতে রাখা হলে শোকার্ত মুসুল্লীরা শেষবারের মতো দেখে নেন।

নিউইয়র্ক সিটির ওজনপার্কের সিটিলাইনে দুবৃত্তের গুলিতে নিহত বাংলাদেশী যুবক মোদাচ্ছির খন্দকারের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ১২ ফেব্রুয়ারি শনিবার জোহর নামাজের পর মসজিদ আল আমানে অনুষ্ঠিত জানাজায় কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নিহতের স্বজন, সহকর্মীসহ বিপুল সংখ্যক শোকার্ত মুসুল্লী অংশ নেন। পরে নিউজার্সির মালবরো মুসলিম মেমোরিয়াল সেমিট্রিতে তাঁকে দাফন করা হয়।

জানাজার পূর্বে শোকার্ত মুসুল্লীদের উদ্দেশ্যে কথা বলেন নিহত মুদাচ্ছিরের পিতা বাবর খন্দকার, ভাই অনিক খন্দকার। বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল’র ডেপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান এবং মসজিদ কমিটির সহ-সভাপতি কবির চৌধুরী। জানাজা পরিচালনা করেন ইমাম হাফেজ মোহাম্মদ আলী।

জোহরের নামাজের পূর্বে মুদাচ্ছিরের কফিন মসজিদের সামনে নিয়ে আসা হলে শোকাবহ পরিবেশ তৈরী করে। পরে মরদেহ মসজিদের লবিতে রাখা হলে মুসুল্লীরা শেষবারের মতো দেখে নেন এলাকায় স্বজ্জন মানুষ হিসাবে পরিচিত মুদচ্ছির খন্দকার জিতুকে।

জানাজার পূর্বে মুদাচ্ছিরের পিতা বাবর খন্দকার মুসুল্লীদের কাছে তাঁর সন্তানের জন্য দোয়া কামনা এবং যেকোনো ধরণের দেনাপাওনার জন্য পরিবারের সাথে যোগাযোগ করার অনুরোধ করেন।

জানাজা শেষে তাঁর মরদেহ নিউজার্সি মালবরো মুসলিম মেমোরিয়াল সেমিট্রিতে দাফন করা হয়। এসময় মুদাচ্ছিরের শিশু সন্তান লাবিব খন্দকার, পিতা, ভাইসহ স্বজনরা ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতঃ গত ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত একটার কিছুসময় আগে নিউইয়র্কের ওজনপার্কের সিটিলাইনে ২০০ ফরবেল স্ট্রিটের বাসার সামনেই নির্মমভাবে খুন হন বাসার বাসিন্দা প্রবাসী বাংলাদেশী মুদাচ্ছির খন্দকার (৩৬)। তিনি জেএফকে এয়ারপোর্টে চাকরি থেকে তখন বাসায় ফিরেন। নিজের গাড়ি পার্ক করে নামার সময় কাছ থেকে দুবৃত্তরা গুলি করে নির্বিঘ্নে চলে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে জ্যামাইকা হাসপাতালে নিলে তাঁর মৃত্যু হয়।

#


মন্তব্য লিখুন :