মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে কটুক্তির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসলমানরা। শুক্রবার বিকাল ৪টা থেকে ম্যানহাটনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। হাইকমিশনের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশের নিরাপত্তা বলয়ের কারণে সিক্সটিফোর স্ট্রিট ও ফিফথ্ এভিনিউর কেন্দ্রস্থলে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এসময় নিউইয়র্ক সিটি পুলিশ (এনওয়াইপিডি) মোতায়েন থাকলেও শান্তিপূর্ণ ভাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মসূচী চলে। এতে শত শত মুসলিম নারী-পুরুষ নির্বিশেষে মুসলমানরা অংশ নেন। এসময় বিক্ষোভকারীরা উই লাভ প্রপেট মুহাম্মদ (সাঃ), মুহাম্মদ (সাঃ) ইজ দ্যা ডিয়ারেস্ট লিডার অব দ্যা ওয়ার্ল্ড, আওয়ার প্রপেট

আওয়ার অনারসহ বিভিন্ন শ্লোগান সম্বলিত পেষ্টুন বহন করে।

ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা , মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা, মুসলিম আমেরিকান সোসাইটি অব নিউইয়র্ক (মাস)সহ ইসলামী সংগঠনগুলো এই কর্মসূচীর আয়োজন করে।  এতে নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম-যুক্তরাস্ট্রের সদস্যরা অংশ নেন। 

এসময় বিক্ষোভকারীরা কটুক্তিকারী ফ্যাসিস্ট নূপুর শর্মা, ইন্ডিয়া বয়কট, নারায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ, নারায়ে তাকবির আল্লাহু আকবারসহ বিভন্ন শ্লোগান দেয়।

সমাবেশে বক্তরা বলেন- ফ্যাসিস্ট নূপুর শর্মার বক্তব্যে দুনিয়ার মুসলমানরা আহত হয়েছে। প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) আমাদের হৃদপিন্ড। তাঁর অপমান মুসলমানরা সহ্য করবেনা। দুনিয়ার যেখানেই মুহাম্মদ (সাঃ) এর অবমাননা হবে সেখানেই প্রতিহত করা হবে।


মন্তব্য লিখুন :