বর্ধিত পরিসরে রেমিটেন্স সেবায় প্রবাসীদের পাশে এ্যাংকর-সানম্যান গ্লোবাল

যুক্তরাষ্ট্রে বিশেষত নিউইয়র্কে বাড়ছে প্রবাসীদের সংখ্যা, সেই সাথে বাড়ছে দেশে রেমিটেন্স প্রেরণের প্রবাহও। দেশী প্রতিষ্ঠানের মাধ্যমে স্বজনদের কাছে এবং দেশে বিনিয়োগের জন্য বর্ধিত পরিসরে রেমিটেন্স সেবা দিতে নতুন শাখা স্থাপন করেছে এ্যাংকর ট্রাভেলস্। মানি ট্রান্সফার প্রতিষ্ঠান সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের মাধ্যমে এখান থেকে টাকা প্রেরণ, বিমানের টিকেট এবং ব্যাক্তিগত -বাণিজ্যিক মর্টগেজ সেবা প্রদান করা হবে।
ব্যাবসার মাধ্যমে কমিউনিটিতে সেবার ব্রত নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্সের ওজনপার্কে প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর। উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের সিইও মাসুদ রানা তপন, ওয়ার্ল্ড মর্টগেজ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ চৌধুরী, টাইম টিভির সিইও আবু তাহেরসহ কমিউনিটির নেতৃবৃন্দ। উদ্বোধনী পর্বে প্রতিষ্ঠানটির গ্রাহক বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
এ্যাংকর ট্রাভেলস্ এর কর্ণধার এ এস এম মাঈন উদ্দিন পিন্টু স্বাগত বক্তব্যে বলেন- ব্যাবসার মাধ্যমে ১০ বছর ধরে কমিউনিটিতে সেবা দিয়ে আসছেন তিনি। নিউইয়র্কে ওজন পার্কে ক্রমবর্ধমান বাংলাদেশী কমিউনিটিতে সেবার পরিসর বাড়তে তাঁর প্রতিষ্ঠানের দ্বিতীয় এই শাখার কার্যক্রম শুরু করেছেন। একাজে সহযোগীতার নিয়ে এগিয়ে আসায় তিনি সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের সিইও এবং ওয়ার্ল্ড ব্যাংকার্সের ভাইস প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।
তিনি রেমিটেন্স প্রেরণের সেবার পাশাপাশি বাড়ি কিনতে প্রস্তুতি গ্রহণে সহযোগীতা করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তিনি ওয়ার্ল্ড ব্যাংকার্সের একজন লোন অফিসার হিসাবে কাজ করবেন। ফলে প্রতিষ্ঠান থেকে ব্যাক্তিগত ও বাণিজ্যিক মর্টগেজ সেবা প্রদান সহজতর হবে। আগামি সময়ে বিগত দিনের মতোই ব্যাবসার মাধ্যমে কমিউনিটিতে সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মিশা সওদাগর বলেন- বাংলাদেশীরা অতিথ পরায়ন এ্যাংকর ট্রাভেলস্ বিগতদিনে ভালো সেবা প্রদান করায় প্রতিষ্ঠানটির গ্রাহক বাড়ছে। তাই বর্ধিত পরিসরে সেবা দিতে দ্বীতিয় শাখা চালু করেছে। কাজের এবং গুনগত সেবা প্রদান করলে একদিন ১'শতম শাখা চালু করবে ইনশাআল্লাহ। তিনি পদ্মাসেতুর জন্য প্রধানমন্ত্রী এবং দেশের আপামর মানুষকে অভিনন্দন এবং ধন্যবাদ জানান। একইসাথে সিলেট অঞ্চলের বানভাসী মানুষের পাশে সাধ্যমত দাঁড়ানোর আহবান জানান প্রবাসীদের।
মর্টগেজ ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ চৌধুরী বলেন- এটি একটি ফেডারেল ব্যাংক। তাঁদেও ব্যাংকের সুদেও হার ৫ শতাংশেরও কম। বাড়ি কেনার ক্ষেত্রে তাঁদেও অনেক সহজ প্যাকেজ রয়েছে যেটি অনেকেই জানেনা। একজন মানুষ কিভাবে লোন প্রাপ্তির যোগ্যতা অর্জন করতে পারে সহজে সেটি যাচাইয়ে গ্রাহকরা মাঈন উদ্দিন পিন্টুর মাধ্যমে সেবা পাবে।
উচ্ছ্বাস প্রকাশ কওে সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের সিইও মাসুদ রানা তপন বলেন- তাঁদের সবচেয়ে বেশী রেমিটেন্স যায় ওজন পার্ক থেকেই। সেজন্যই এখানে সেবার পরিসর বাড়ানো হয়েছে এ্যাংকর ট্রাভেলস্রে মাধ্যমে। আগে তাঁদের প্রতিষ্ঠানের নাম ছিলো রূপালী এক্সচেঞ্জ যেটি এখন সানম্যান গ্লোবাল এক্সপ্রেস। সর্বোচ্ছ রেটে নিরাপদ রেমিটেন্স প্রেরণে প্রবাসীদের প্রতিশ্রুতি দেন তিনি। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারতসহ ২৫ দেশে তাঁদের প্রতিষ্ঠানের মাধ্যমে রেমিটেন্স প্রেরণ করা হয় বলেও জানান।
শুভেচ্ছা বক্তব্যে টাইম টিভির সিইও আবু তাহের নানান চড়াই উৎরাই পেরিয়ে সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের আজকের অবস্থানের কথা স্মরণ করেন। তিনি মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক স্থায়িত্ব অর্জনে কমিউনিটির পাশে থাকার আহবান জানান।
প্রসঙ্গত- কুইন্সের ওজনপার্ক বাংলাদেশীদের পদচারণায় মুখরিত থাকে প্রতিদিন। প্রতিনিয়ত এখানে বাড়ছে বাংলাদেশীদের সংখ্যা ও বাড়ি। বাড়ছে বাংলাদেশী ব্যাবসা প্রতিষ্ঠানের সংখ্যাও। বাড়ছে মসজিদ এবং কমিউনিটি সংগঠনও। দেশী প্রতিষ্ঠানের কদর বাড়ায় নানান সেবা নিয়ে এগিয়ে আসছে প্রবাসী উদ্যোক্তরাও ।