কানেকটিকাটে বৃহত্তর নোয়াখালী এশোসিয়েশন’র বনভোজন ২০ আগস্ট

করোনা মহামারি মাড়িয়ে পূর্ণ উচ্ছাসে প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে এখন চলছে মিলন মেলা। বনভোজন আয়োজনের মধ্যদিয়ে আঞ্চলিক সংগঠনগুলো নিজেদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করে। কানেকটিকাটে এমনই আয়োজন করেছে বৃহত্তর নোয়াখালী এশোসিয়েশন অব কানেকটিকাট। আগামি ২০ আগস্ট শনিবার হেমনএসেট বিচ পার্কে সকল প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রন জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বনভোজনে শিশু কিশোরসহ সববয়সীদের জন্য খেলাধুলা ও আনন্দ আয়োজন থাকবে। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খেলাধুলা ছাড়াও র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। স্ন্যাকস্ ও দুপুরের খাবারের আয়োজন তো থাকছেই।
1288 Boston Post Rd, Madison, CT 06443 ঠিকানায় অবস্থিত Hammonasset Beach State Park এর নয়নাভিরাম স্পটে অংশ নিতে চার সদস্যের পরিবারের জন্য এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ৭০ ডলার। অতিরিক্ত প্রতিজনের জন্য ২০ ডলার আর একা কেউ যেতে চাইলে তাঁর জন্য ফি ৩০ ডলার বলে জানানো হয়েছে। প্রায় ৪ শতাধিক প্রবাসী অংশগ্রহণের প্রত্যাশা করছেন সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহত্তর নোয়াখালী এশোসিয়েশন অব কানেকটিকাট এর সভাপতি মীর আজম এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নিপুন জানান- করোনা মহামারির কারণে অনেকের সাথে দীর্ঘদিন দেখা হয়নি, পরিচিত অনেককে হারিয়েছি। তাই পিকনিকের আয়োজন করা হয়েছে। ছুটির এই সময়ে পরিবারগুলো বিশেষ করে শিশু কিশোররা নিজেদের মধ্যে পরিচয়ের সুযোগ থাকবে।
নেতৃবৃন্দ সংগঠনের সকলের পক্ষ থেকে শুধুমাত্র বৃহত্তর নোয়াখালী নয় সকল প্রবাসী বাংলাদেশীকে বনভোজনে আমন্ত্রন জানিয়েছেন।