সাধারণ সভায় ঘোষণা

বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র নির্বাচন ৩০ অক্টোবর

সাধারণ সভায় বক্তব্য রাখছেন সেক্রেটারি জাহিদ মিন্টু। ছবি-প্রবাসে নোয়াখালী।

যুক্তরাষ্ট্রে সক্রিয় কমিউনিটি সংগঠনগুলোর শীর্ষ সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসইটি ইউএস ইনক্’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ বজায় রাখার মাধ্যমে নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বৃহত্তর নোয়াখালীবাসীর কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার মাধ্যমে সেবা বাড়ানোর প্রত্যয় উচ্চারিত হয়েছে ২৭ আগস্ট শনিবার অনুষ্ঠিত সভায়। সভায় আগামি ৩০ অক্টোবর সোসাইটির নির্বাচনের তারিখ এবং নির্বাচন কমিশনের তালিকা প্রকাশ করা হয়।

বরাবরের মতোই পরামর্শ, অভিযোগ, যুক্তি উপস্থাপন এবং মুক্ত আলোচনার মধ্যদিয়ে চার্চ-ম্যাকডোনাল্ডের নোয়াখালী ভবনে অনুষ্ঠিত প্রাণবন্ত এই সভায় আগামি ৩০ অক্টোবর সোসাইটির নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়েছে। করোনা মহামারির কারণে বিগদ দুই বছর সাধারণ সভা না হওয়ায় সদস্যদের আগ্রহের কেন্দ্রে ছিলো শনিবারের সভা। বিশেষ করে করোনাকালীন সময়ে সোসাইটির মানবিক ভূমিকা স্মরণ করেন সবাই।

সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিকের সভাপতিত্বে সাধারণ সভা সঞ্চালনা এবং বার্ষিক প্রতিবেদনের ওপর আলোকপাত করেন সেক্রেটারি জাহিদ মিন্টু। ২০১৯-২০২০ ও ২০২১ সালের সালের অডিট রিপোর্ট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মহিউদ্দিন।

বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়- ১ জানুয়ারি ২০১৯ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সোসাইটির আয় হয়েছে ১৩ লাখ ১২ হাজার ১৭২ দশমিক ৮৮ ডলার এবং ব্যায় হয়েছে ১০ লাখ ৮৬ হাজার ৩৯৮ দশমিক ৬৮ ডলার। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সোসাইটির মোট আয় ৪ লাখ ৩২ হাজার ৯০৯ দশমিক ৪০ ডলার এবং ব্যায় হয়েছে ১ লাখ ১৩ হাজার ৯৪৪ দশমিক ৬০ ডলার। চলতি ২০২২ সালের ২৫ আগস্ট পর্যন্ত সোসাইটির স্থিতি রয়েছে ৫ লাখ ৭৬ হাজার ২৯০ দশমিক ৫৮ ডলার।

উপস্থাপিত হিসাব বর্ষে উল্লেখযোগ্য পরিমাণ আজীবন সদস্য অন্তর্ভূক্তি ও সদস্যদের বকেয়া আদায়ের মাধ্যমে সোসাইটি আয় করে। এই সময়ের মধ্যে সোসাইটির জন্য ৫০৫ ম্যাকডোনাল্ড এভিনিউতে দ্বিতীয় ভবন ক্রয় করা হয় ১৫ লাখ ৬০ হাজার ডলার মূল্যে। তখন ৬ লাখ ৪০ হাজার ডলার পরিশোধ করা হয়। একই সময়ে ওয়াশিংটন মেমোরিয়ালে সোসাইটির জন্য ক্রয় করা ৪’শ কবরের জয়গায় জন্য ধার্য্যকৃত ৪ লাখ ৯৭ হাজার ৫০০ ডলারের বকেয়া সমুদয় অর্থ পরিশোধ করা সম্ভব হয়। এছাড়া ক্রয়কৃত দ্বিতীয় ভবনের সংস্কারের কাজ করা হয়।

সাধারণ সম্পাদক ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসাবে সোসাইটির স্থিতির অর্থ এবং কর্জে হাসানার (ধার) মাধ্যমে শীঘ্রই সোসাইটির দ্বিতীয় ভবনের বকেয়া সমূদয় অর্থ পরিশোধের প্রত্যয় ব্যাক্ত করেন। একই সাথে বিগত সময়ে সোসাইটিকে এগিয়ে আনতে সবার সহযোগীতার প্রতি কৃতজ্ঞতা জানান। 

এসময় তিনি আগামি ৩০ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এবং নির্বাচন পরিচালনার জন্য মোহাম্মদ সোহেল হেলালকে প্রধান করে ৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেন। কমিটির অপর সদস্যরা হচ্ছেন এ কে এম আব্দুর রশিদ, আবুল কাশেম (চেয়ারম্যান), শাহজাহান কবির ও মাওলানা জয়নাল আবেদীন। 

এক প্রশ্নের জবাবে জাহিদ মিন্টু বলেন, নির্বাচনে প্রায় ১৬’শ ভোটার তাঁদের নেতা নির্বাচন করতে ভোটাধিকার প্রয়োগ করবেন।

সাধারণ সভা ও বার্ষিক অডিট রিপোর্ট নিয়ে আলোচনায় অংশ নেন হাজী মফিজুর রহমান, রব মিয়া, তাজু মিয়া, খোকন মোশারফ, হাজী সফি উল্যা চৌধুরী, মোহাম্মদ সোহেল হেলাল, সহিদ উল্যা কায়সার, রফিকুল ইসলা ভূঁঞা, মোতাহের হোসেন, রফিক উল্যা, মোশারফ হোসেন সবুজ, আহসান উল্যা বাচ্চু, জাহাঙ্গীর সহরোয়ার্দি, আনোয়ার হোসেন, এএসএম মাঈন উদ্দিন পিন্টু প্রমুখ।

সভায় জানানো হয় করোনাকালীন সময়ে বৃহত্তর নোয়াখালী সোসাইটি সরকারের পক্ষ থেকে খাবার সবররাহ থেকে শুরু করে সকল পদক্ষেপ বাস্তবায়নে কাজ করেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় ভ্রাম্যামান কনস্যুলেট সেবা চালু হয়েছে। যাদের অপপ্রচারের কারণে কনস্যুলেট সেবা কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করা যায়নি তারা মূলত সেবাগ্রহীতাদেরই ক্ষতি করেছেন।

এছাড়া বাংলা ভাষা ও সাংস্কৃতির বিকাশে প্রতি রোববার সোসাইটি ভবনে বাংলা স্কুল শিশু কিশোরদের ক্লাস পরিচালনা করে থাকে। 

পাশাপাশি কাউন্সিল ওম্যান শাহানা হানিফের উদ্যোগে আইনী সহায়তা পরামর্শ ক্যম্প হয়ে থাকে। এতে যে কোউই পরামর্শ কিংবা সহায়তা গ্রহণ করতে পারবেন।

সভায় বক্তারা বলেন-সোসাইটিতে প্রতিটি সদস্যের সমান অধিকার। কার্যনির্বাহী কমিটি সোসাইটি সদস্যদের কল্যাণে যে কোন ভূমিকা রাখেতে অঙ্গিকারাবদ্ধ। সেজন্যই স্বত:প্রণোদিত হয়ে সদস্য হওয়া এবং নিজস্বার্থে সদস্যপদ নিয়মতি রাখা উচিৎ। 

সমাপনী বক্তৃতায় সভাপতি নাজমুল হাসান মানিক সভায় উপস্থিত হয়ে মূল্যবান মতামত প্রদান এবং তাঁর কর্মকালীন সময়ে সহযোগীতার জন্য সবাইকে ধন্যবাদ জানান। বিশেষ করে তিনি সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু এবং কোষাধ্যক্ষ মহিউদ্দিনের কর্মদক্ষতার উল্লেখ করেন। যারফলে স্বচ্ছতার সাথে আর্থিক বিষয়াদি সম্পাদন করা সম্ভব হয়েছে। 

সোসাইটিকে সামনের দিকে এগিয়ে নিতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন তিনি। 


মন্তব্য লিখুন :