সহস্র শিক্ষার্থীকে শুভেচ্ছা শিক্ষা উপকরণ দিবে মজুমদার ফাউন্ডেশন

আলোকিত আগামি গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে কাজ করছে ব্রঙ্কসের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মজুমদার ফাউন্ডেশন। সপ্তমবারের মতো স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা শিক্ষা উপকরণ (স্কুল সাপ্লাই) বিতরণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। আগামি ৪ সেপ্টেম্বর রোববার বিকালে ব্রঙ্কসের ১৮৮৮ ওয়েস্টচেস্টার এভিনিউতে একহাজার শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হবে। এ উপলক্ষে আয়োজিত উৎসবে অংশগ্রহণ করতে শিক্ষার্থী ও অভিভাবক সবার প্রতি আহবান জানানো হয়েছে। উৎসবকে আনন্দঘন করতে অভিবাবক ও শিক্ষার্থীদের জন্য বিনোদন ও হালকা খাবারের ব্যবস্থা থাকছে।

এদিকে কর্মসূচীর বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে বুধবার ব্রঙ্কসের স্টারলিং বাংলাবাজার খলিল পার্টি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে মজুমদার ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করেন এবং বক্তব্য উপস্থাপন করেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার। ফাউন্ডেশনের সেক্রেটারি নোয়েল চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট আব্দুল গাফফার চৌধুরী, ইসলাম মামুন, তুষার প্রমুখ।

এন মজুমদার জনান, সপ্তম বছরের মতো বার্ষিক শিক্ষা উপকরণ (স্কুল সাপ্লাই) বিতরণ কর্মসূচীর আওতায় এক হাজার বুকব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৪ সেপ্টেম্বর রোববার বিকাল ৩টা থেকে অনুষ্ঠান শুরু হবে। আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হবে। চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আয়োজনটি যেনো আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে উৎসবমুখর হয় সেজন্য এতে বাউন্টি হাউজ থাকবে, ফেইস পেইন্টিং থাকবে। থাকবে ডিজে, মিউজিক ও হালকা খাবারের ব্যাবস্থা। 

তিনি বলেন- বুকব্যাগ কিংবা স্কুল সাপ্লাই সবাই কিনতে পারে। এটি মূলতঃ শিক্ষাবিষয়ক উৎসব বলা চলে। শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে বিভিন্ন নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্দীপনা ও পরামর্শমূলক বক্তব্য রাখবেন। এতে শিক্ষার্থীরা উপকৃত হবে। উৎসবে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হবে। সেজন্য ব্রঙ্কস ছাড়াও ব্রুকলিন, কুইন্সসহ যেকোন বরো থেকে শিক্ষার্থীরা যোগ দেয়ার আহবান জানান তিনি। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা ও কমিউনিটি নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

বিগত বছরের কর্মসূচীর উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন শিক্ষা উপকরণ শুধুমাত্র বাংলাদেশীদের জন্য নয়, আফ্রিকান এবং হিম্পানিকরাও আসে এখানে। পার্কচেস্টার সাবওয়ের পাশে ১৮৮৮ ওয়েস্টচেষ্টার এভিনিউতে ৪ সেপ্টেম্বরের এই কর্মসূচী সবার জন্য উন্মুক্ত।

আয়োজিত অনুষ্ঠানে পার্টনার হিসাবে রয়েছে কমিউনিটি বোর্ড-৯, এনওয়াইসি বোর্ড, আলাগ্রা হোম কেয়ার, ল-ফার্ম এইচ ব্রুস ফিসার, এনওয়াইপিডি দেশী সোসাইটি, এনওয়াইপিডি ৪৩ প্রিসেন্ট, ব্রঙ্কস ডকস্, ইকনা রিলিফ, বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিল, মিস ইমিগ্র্যান্ট ইউএসএ, র‌্যাপ-ফোর ব্রঙ্কস, এমব্লেম হেলথ, দ্যা স্কাইলাইন চ্যারিটেবল ফাউন্ডেশন, বাংলা সিডিপ্যাপ সহ বিভিন্ন প্রতিষ্ঠান।

প্রসঙ্গতঃ কমিউনিটির নিবেদিতপ্রাণ কর্মী হিসাবে সদা নানান পরামর্শ ও সেবা দিয়ে আসছেন মোহাম্মদ এন মজুমদার।  জনসেবাকে প্রাতিষ্ঠানিক রূপদিতে গঠিত মজুমদার ফাউন্ডেশন শুধু বাংলাদেশী নয় ব্রঙ্কসের সকলশ্রেণীর মানুষের জন্য কাজ করছে। শিক্ষা ও স্বাস্থ্যখাতকে উৎসাহিত করা, হেইট ক্রাইম ও বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেয়া,কমিউনিটির অসহায় গৃহহীন মানুষদের জন্যে বাসস্থানের ব্যবস্থা করাসহ নানামুখী সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে এই ফাউন্ডেশন।


মন্তব্য লিখুন :