বরকত উল্যা বুলুর ওপর হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য বরকত উল্যা বুলুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ডে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী যুব ফেরাম-যুক্তরাষ্ট্র’র উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভে তাবিথ আউয়ালসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের ওপর হামলারও নিন্দা জানান বক্তারা। এসময় বিক্ষোভকারীরা মুহুর্মুহু শ্লোগান দিতে থাকে।

মোজাম্মেল হোসেন সোহাগ এর সভাপতিত্বে এবং রাহিমুল ইসলাম প্রিন্স এর পরিচলানায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারন সম্পাদক কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, বিএনপি নেতা জাহাঙ্গীর সহরোয়ার্দি, ব্রুকলিন বিএনপিরসভাপতি মাহমুদ, যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ম সম্পাদক আবুল কাসেম।

একঘন্টাব্যাপী চলা বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন যুব ফোরামের স্ট্যান্ডিং কমিটির অন্যতম  সদস্য শাহজান সাজু, মোঃ সালাহ উদ্দীন রুবেল, বাদল মির্জা, নাজমুল হোসেন, দিদার চৌধুরী,শাহাদাত হোসেন,আহম্মেদ সালেহ রুমেলসহ অনেকে।

এসময় বরকত উল্যা বুলুসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করে এবং সরকার কঠোর সমালোচনা করেন বক্তরা। একই সাথে আন্দোলন দমনের নামে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে শনিবার বিকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাশার বাজারে অতর্কিতে হামলায় আহত হন বরকত উল্যা বুলু, তাঁর স্ত্রী শামীমা বরকত লাকী, যুবদল নেতা মহিউদ্দিন রাজুসহ ৭-৮জন আহত হন। হাসপাতালে চিকিৎসা নেয়ার পর বরকত উল্যা বুলু ও তাঁর স্ত্রী হামলার বর্ণনা দেন। হামলার সম্প্রতি দলীয় কর্মসূচীগুলো সফল করা এবং লাকসামে চ্যালেঞ্জের মুখে সমাবেশ করার বিষয়টির কারণে হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে উল্লেখ করেন। তাঁর পর্যায়ের নেতারাও সরকার দলীয়দের হামলা থেকেও রেহাই পাচ্ছেনা দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের অবস্থা কতটুকু তা সহজেই অনুমেয়।

মন্তব্য লিখুন :