জাতিসংঘের কাছে ৭১’র গণহত্যার স্বীকৃতির দাবিতে টাইম স্কয়ারে গণসমাবেশ
জাতিসংঘের কাছে ১৯৭১’র এ বাংলাদেশে গণহত্যার স্বীকৃতির দাবীতে নিউইয়র্কের টাইম স্কয়ারে গণসমাবেশ ও গণসংযোগ করেছে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সংগঠন। শুক্রবার বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত টাইম স্কয়ারের সড়কদ্বীপে সমাজ-শিল্প-সংস্কৃতি বিষয়ক সংগঠনের সংগঠক, কর্মী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ এবং সাধারণ মানুষ এই কর্মসূচিতে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় বাংলাদেশী আর্টিস্ট ফোরামের সদস্যরা ছবি আঁকে। একইসাথে চলে আবৃত্তি ও গণসংগীত।
সমাবেশে বক্তরা ৩০ লক্ষ মানুষ হত্যার বাংলাদেশ জেনোসাইড ১৯৭১কে স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। এসময় অংশগ্রহণকারী বিভিন্ন দাবী সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।
আমরা একাত্তর, প্রোগ্রেসিভ ফোরাম ইউএসএ, সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি, বাঙালিয়ানা, গণজাগারণ মঞ্চ, প্রজন্ম একাত্তর, উদীচী, শেখ রাসেল ফাউন্ডেশন, মহিলা পরিষদ, মানবী, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ব সাহিত্য কেন্দ্র, একুশে চেতনা পরিষদ এবং বাংলাদেশী আমেরিকান আর্টিস্টস্ ফোরামসহ ১৬টি সংগঠন এই কর্মসূচীর যৌথভাবে এই সমাবেশে আহবান করেন।
গণসমাবেশে সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত আমরা একাত্তরের চেয়ারম্যান ডাকসুর সাবেক জিএস মাহবুব জামান। স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের মিথুন আহমেদ। চিত্রাংকন পর্বের উদ্বোধন করেন সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ। বক্তব্য করেন মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, শহীদ পরিবারের সন্তান ফাহিম রেজা নূর, শরাফ সরকার,ডা.ফেরদৌস খন্দকার, আল আমিন বাবু, আব্দুল বাতিন, রেজাউল বারী বকুল, নিনি ওয়াহেদ, ওবায়দুল্লাহ মামুন প্রমুখ।
কর্মসূচী চলাকালে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কাছে উত্থাপিত স্মারকলিপিটি পথচারীদেরকে বার বার পাঠ করে শোনান আশরাফুল হাসান বুলবুল, লুৎফুন্নাহার লতা, সুব্রত বিশ্বাস, মুজাহিদ আনসারী, মিনজাহ আহমেদ সাম্মু, সেমন্তি ওয়াহেদ প্রমূখ। এসময় নতুন প্রজন্মের শিশু-কিশোররা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার শপথ গ্রহন এবং বিশাল ক্যানভাসে লাল-সবুজ রংয়ের হাতের ছাপচিত্র দেয়।
সামবেশে সংহতি জানিয়ে অংশ নেয়া বাংলাদেশী আমেরিকান আর্টিষ্ট ফোরামের শিল্পীরা ৭১’র গণহত্যার প্রতিবাদে ছবি আঁকেন । শিল্পীদের মধ্যে উপস্থিন ছিলেন শিল্পী তাজুল ইমাম , বিশ্বজিৎ চৌধুরী , মোহাম্মেদ হাসান রোকন ,কায়সার কামাল , জেবুননেসা হেলেন , আলমা লিয়া প্রমুখ।
--নিউজে ব্যবহৃত ছবিগুলো সন্ধান, মুক্তিযোদ্ধা শিল্পী তাজুল ইমাম ও শিল্পী মাহমুদুল হাসান রোকনের সৌজন্যে।।